• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহার্ঘ্য নাকি স্রোত কার গলায় মালা দেবে ঝোড়া? TRP টানতে বিয়ের ট্র্যাক আনছেন লীনা গাঙ্গুলী

Published on:

Leena Ganguly Balijhor Jhora Srot Moharghya

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) একেবারে ব্র্যান্ড নিউ সিরিয়াল হল লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা ‘বালিঝড়’ (Balijhor)। তারকাখচিত এই নতুন সিরিয়ালে (New Serial) রয়েছেন জোড়া নায়ক স্রোত আর মহার্ঘ্য। আর তাঁদের একমাত্র ঝোড়া। অর্থাৎ সিরিয়ালের প্রথম থেকেই দেখানো হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প।

প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক আরো একবার ফিরে পেয়েছেন ছোট পর্দার গুনগুন সৌজন্যে জুটিকে। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকের ঝোড়া চরিত্রে অভিনয় করেছেন গুনগুন অভিনেত্রী তৃণা সাহা । অন্যদিকে মহার্ঘ্য চরিত্র দেখা যাচ্ছে সৌজন্যে অভিনেতা কৌশিক রায়কে। এছাড়াও ধারাবাহিকে নায়ক স্রোতের চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’র লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়কে।

Star Jalsha Balijhor Serial

প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ধারাবাহিকটি  রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে তৈরি  হয়েছে। নায়িকা ঝোড়া ভালোবাসে স্রোতকে কিন্তু তার বাবা তথা নামকরা মন্ত্রী সমুদ্র সেন মেয়ে ঝোড়ার সাথে বিয়ে দিতে চায় সহযোগী মহার্ঘ্যের।  কিন্তু ঝোড়া মুখের ওপরে তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে স্রোতকে ভালবাসে। তাই সে বিয়ে করলে স্রোতকেই বিয়ে করবে। এ কথা ইতিমধ্যে কানে গিয়েছে মহার্ঘ্যরও।

Balijhor Serial Srot and Jhora

যদিও এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে মহার্ঘ্য ছেলেটিও খুব একটা খারাপ না। প্রসঙ্গত সন্ধ্যা ছটার স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এই সিরিয়ালের প্রতিদ্বন্দ্বী সিরিয়াল জি বাংলার দু বছরের পুরনো সিরিয়াল ‘মিঠাই’। নতুন হয়েও এই সিরিয়ালের সাথে এঁটে উঠতে পারছে না লীনা গাঙ্গুলির বালিঝড়। তাই মনে করা হচ্ছে টিআরপিতে ভালো ফল করতেই এবার ধীরে ধীরে বিয়ে ট্র্যাকের মধ্যে ঢুকতে চলেছেন লেখিকা লীনা গাঙ্গুলী।

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের ক্ষেত্রে বিশেষ করে লীলা গাঙ্গুলী লেখা ধারাবাহিকে বিয়ে মানেই অত্যন্ত জমজমাট একটি ট্র্যাক। যেখানে নিমেষে উলট পালট হয়ে যেতে পারে যে কোনো সম্পর্কের সমীকরণ। তাই এই ধারাবাহিকের বর্তমান ট্র্যাক দেখে মনে করা হচ্ছে খুব শিগগিরই সিরিয়াল শুরুর মাত্র এক মাসের মধ্যেই ধারাবাহিক আসতে চলেছে বিয়ের ট্রাক। তবে ত্রিকোণ প্রেমের এই কাহিনীতে শেষমেষ ঝোড়ার সাথে কার বিয়ে হয় এখন সেটাই দেখার অপেক্ষায় মুখে রয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥