বাংলা সিরিয়াল (Bengali serial) নিয়ে এমনিতে দর্শকদের ক্ষোভের কোনও সীমা-পরিসীমা নেই। অতিরঞ্জিত কাহিনী, পরকীয়া, কূটকচালিতে ভরপুর, এই অভিযোগ নিয়ে বহুবার সরব হয়েছেন তাঁরা। তবে এবার ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka) যা দেখানো হয়েছে, তাতে দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে।
সম্প্রতি ‘এক্কাদোক্কা’র নতুন ট্র্যাক দেখে দর্শকদের একাংশ লেখিকা লীনা গাঙ্গুলীকে (Leena Ganguly) একেবারে ধুয়ে দিয়েছেন। সেই সঙ্গেই অভিযোগ তুলেছেন, সিরিয়ালে নারী নির্যাতন (Domestic violence) দেখিয়ে টিআরপি তালিকায় বাজিমাত করার চেষ্টা করছেন তিনি।
আসলে ‘এক্কাদোক্কা’য় গত কয়েকদিন ধরেই দেখানো হচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই কীভাবে অপমানিত হচ্ছে রাধিকা। তবে এবার এক ধাপ এগিয়ে দেখানো হয়েছে, নতুন বৌকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পোখরাজের মা। আর সেটি দেখেই চটে গিয়েছেন দর্শকদের একটি বড় অংশ।
বিয়ের পর মেয়েদের ওপর শ্বশুরবাড়ির লোকের নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। আর সেই বিষয়টিকেই ‘এক্কাদোক্কা’য় দেখাচ্ছেন লীনা। লেখিকা দেখিয়েছেন, ছেলের বৌ হিসেবে রাধিকাকে কিছুতেই মেনে নিতে পারছে না পোখরাজের মা। ছেলে যে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাধিকাকে বিয়ে করে এনেছে তা যেন কিছুতেই সহ্য হচ্ছে না তাঁর।
শ্বশুরবাড়িতে পা রাখার দিন থেকেই নানানভাবে অপমানিত হচ্ছে রাধিকা। প্রথম দিন থেকেই তাঁর বিরুদ্ধে কূটকচালি শুরু হয়ে গিয়েছে। তাঁকে বরণ করেই তুলতে চাইছিল না কেউ। শেষ পর্যন্ত যখন তোলাও হল তখন প্রায় প্রত্যেকেই চরম দুর্ব্যবহার করেছিল রাধিকার সঙ্গে। কিন্তু বাড়ির বাকি প্রত্যেক সদস্যকে টপকে গেল পোখরাজের মা। নতুন বৌকে মেরে মাথাই ফাটিয়ে দিলেন তিনি।
‘এক্কাদোক্কা’র সাম্প্রতক পর্বে দেখানো হয়েছে, গৃহপ্রবেশের পর তাঁর ঘরে যেতেই রাধিকাকে দেখে চটে যান তাঁর শাশুড়ি। পোখরাজের মা দূর দূর করে তাড়িয়ে দিতে গেলেও রাধিকা জানায় সে কথা বলতে চায়। আর তাতেই চটে যান তিনি। হাতের সামনে যা পেয়েছিলেন তাই ছুঁড়ে মারেন নতুন বৌকে। আর এতেই মাথা ফেটে যায় রাধিকার’।
এক্কাদোক্কা’র এই নতুন ট্র্যাক দেখেই লীনার ওপর বেজায় চটে গিয়েছেন দর্শকরা। ‘ধূলোকণা’য় লালল-ফুলঝুরি-তিতিরের ত্রিকোণ প্রেমের পর ‘এক্কাদোক্কা’য় লীনার নারী নির্যাতনের ট্র্যাক কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।