বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসরসময়ে দর্শকদের বিনোদনের রসদ জোগাতে কিন্তু বাংলা সিরিয়ালের (Bengali Serial) জুড়ি মেলা ভার। এখনকারদিনে সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেলগুলোতে চলতে থাকে বাংলা সিরিয়ালের দাপট। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)।
বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে ছয়লাপ একটাই খবর। জানা যাচ্ছে শেষ হতে চলেছে দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল ধূলোকণা। কেউ কেউ এমনও দাবি করেছেন স্টার জলসা নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bengali Medium)-কে জায়গা দিতেই এবার অসময়ে বন্ধ হয়ে যাবে লালন ফুলঝুরির ধূলোকণা। এই খবর শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়।
অন্যদিকে এই পরিস্থিতিতে মজা লুটছে মিঠাই ফ্যানরা।আসলে কিছুদিন আগেই মিঠাই-এর স্লট পরিবর্তন হওয়ায় খুব হাসাহাসি করেছিল ধূলোকণা ফ্যানরা। তাই এবার নতুন সিরিয়ালের আগমনে ধূলোকণা শেষ হয়ে যাওয়ার খবর চাউর হতেই বিষয়টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মিঠাই ভক্তরা। তবে এই খবরে কতখানি সত্যতা রয়েছে তা যাচাই করতে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ধারাবাহিকের লেখিকা তথা প্রযোজক লীনা গাঙ্গুলির (Leena Ganguly)সাথে।
সিরিয়াল শেষের জল্পনায় শিলমোহর দিয়ে এক বাক্যে লেখিকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ‘হ্যাঁ ঠিকই শুনেছেন ধূলোকণা শেষ হচ্ছে’। এর বেশি আর একটাও কথা বলেননি লেখিকা। প্রসঙ্গত এই সিরিয়ালের পরকীয়া নিয়ে দর্শক যতই রাগ দেখান না কেন টিআরপিতে কিন্তু ভালই রেজাল্ট করছিল ধূলোকণা। গত চার সপ্তাহ আগেও বেঙ্গল টপার হয়েছিল ধূলোকণা। তাই আচমকা এইভাবে সিরিয়াল বন্ধের খবরে, প্রচন্ড রেগে গিয়েছেন এই সিরিয়ালের অনুরাগীরা।
সেই সাথে সিরিয়াল বন্ধ হওয়ার নেপথ্যের থাকা কারণ হিসেবে জানা যাচ্ছে বর্তমানে এই সিরিয়ালের ট্রাক একেবারেই পছন্দ করছেন না দর্শক। বিশেষ করে মানসিক অসুস্থতার অজুহাতে ফুলঝুরির সাথে লালনের ব্যবহার একেবারে সহ্য করতে পারছে না দর্শক। যার ফলে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লালন তিতিরের পরকীয়া সম্পর্ক নিয়ে চলছে তুমুল সমালোচনা। কিছুদিন আগেই ধারাবাহিকে অংকুরের আগমনে কিছুটা স্বস্তি পেয়েছিলেন দর্শক। এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে রাতারাতি সিরিয়াল বন্ধের খবরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়।