প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। একসময় টলিউডের সিনেমার হিরো ছিলেন, মাঝে বেশ কিছুটা বিরতি নিয়ে ফিরেছিলেন ছোট পর্দায়। ছোটপর্দাতেও নিজের দক্ষ অভিনয় দিয়ে মন জয় করেছিলেন দর্শকের। এমন একজন অভিনেতা এভাবে চলে যাবেন কেউই ভাবতে পারেননি। লাইট ক্যামেরা অ্যাকশন ছিল প্রাণ, তাই অসুস্থ হলেও কাজে ঠিকই চলে আসতেন। মোহর ও খড়কুটো সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। এবার তাকে নিয়ে মুখ খুললেন সিরিয়ালের চিত্রনাট্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)।
একসময় টলিউডে চুটিয়ে কাজ করলেও সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ব্রাত্য হয়ে পড়েছিলেন। বহুবছর দূরে সরেছিলেন অভিনয়ের থেকে। এরপর ছোটপর্দায় সিরিয়ালের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন অভিনেতা। এবার সিরিয়ালের চিত্রনাট্য লেখিকাকে কিছু স্মৃতি শেয়ার করে নিতে দেখা গেল।
লীনা গঙ্গোপাধ্যায়ের মতে, ম্যাজিক মোমেন্টসের একাধিক প্রোজেকট কাজ করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। একাধিক সিরিয়ালে একসাথে কাজ করেছেন দুজনে। অভিনেতার মৃত্যুতে যে শূন্যতা টলিউডে তৈরী হল সেটা এক কথাই অপূরণীয়।
এরপর লেখিকা বলেন, অভিষেক বহুবার তাঁর কাছে অনুরোধ করেছেন যাতে তার চরিত্রকে সিরিয়ালে মেরে না ফেলা হয়। কারণ তিনি চাইতেন সকলের সাথে মাইল কাজ করতে। আর সত্যি বলতে করতেনও। অভিনেতার মৃত্যুর পর সহ অভিনেতা অভিনেত্রীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
তবে যেহেতু কাজ ভালোবাসতেন তাই কাজের জন্য কোনোদিনই নিজের শরীর খারাপকে বাঁধা হতে দেননি। বুধবার ‘ইসমার্ট জোড়ি’র শুটিংয়ে হাজির হয়েছিলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্য্যায়কে নিয়ে। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে ডাক্তার দেখানো হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হল না।