• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তি পেল লক্ষ্মীর প্রথম গান ‘ব্যোম ভোলে’! নতুন অবতারে হাজির অক্ষয় কুমার

Published on:

‘লক্ষ্মী’র ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে শুরু হয় গুঞ্জন৷ ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নেটিজেনমহলে শুরু হয় জলঘোলা ওঠে সমালোচনার ঝড়। এই বিতর্কের মাঝেই উঠে আসে নানাবিধ অভিযোগ। এই ছবিতে ঠাকুর-দেবতার নাম নিয়ে মস্করা করা হয়েছে বলে এই ছবি বয়কটেরও ডাক দেন নেট জনতার একাংশ। সব বিতর্ক কাটিয়ে অবশেষে মুক্তি পেল এই ছবির প্রথম গান।

এদিন মুক্তি পেল ‘লক্ষ্মী’-র প্রথম গান ‘বম ভোলে’। যেখানে এক নতুন অবতারে দেখা মিলল অক্ষয় কুমারের। লাল রঙের শাড়ি পরে ত্রিশূল হাতে নিয়ে অক্ষয় কুমার গলা ছেড়ে বলে উঠছেন ব্যোম ভোলে। হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে বদলাতে হয় এই ছবির নাম। কিন্তু এই গানে হিন্দু দেবতা শিব এবং পার্বতীর মিলিত রূপ (আদিপুরুষ)-এর একটি মূর্তির সামনে বম বম ভোলে বলে নাচতে দেখা যায় অক্ষয় কুমারকে।

লক্ষ্মী’ হরর-কমেডি। ছবিতে অক্ষয় কুমার একজন রূপান্তরকামীর চরিত্রে হিসাবে অভিনয় করেছেন। অভিনেত্রী কায়ারা আদভানি এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক হল ‘লক্ষ্মী’। রাঘব লরেন্স পরিচালিত এই ছবিটি করোনা মহামারী জনিত কারণে আগামী ৯ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে৷ নেটিজেনদের একাংশ অক্ষয় কুমারের এই লুককে তুলনা করেছেন ‘‌সংঘর্ষ’‌ ছবিতে আশুতোষ রানার সঙ্গে৷ ‘লক্ষ্মী’ নিয়ে জল্পনা তুঙ্গে, এখন ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥