দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ‘মেক ইন ইন্ডিয়া (Make In India)’ প্রকল্পের জন্য ডাক দিয়েছেন অনেক আগেই। এদিকে গত বছর ভারত চীন বোর্ডের সংঘর্ষের পরে সেই প্রকল্পের ওপর আরো বেশি করে জোর দেওয়া শুরু হয়। বিদেশী পণ্য বর্জন করে দেশের তৈরী সামগ্রী ব্যবহার করতে অনুরোধ করতে বলা হয় সকল দেশবাসীকে। এছাড়াও দেশের মধ্যেই যাতে আন্তর্জাতিক মানের পণ্য তৈরী হয় সেবিষয়েও চিন্তা ভাবনা শুরু করা হয়। এবার এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে অনুপ্রাণিত হয়ে মাত্র ১০,০০০ টাকার মধ্যেই চারটি দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন লঞ্চ করল LAVA Mobile।
নতুন এই চারটি স্মার্ট ফোন হল যথাক্রমে – Lava Z1, Lava Z2, Lava Z4 ও Lava Z6। নতুন লঞ্চ হওয়া এই ফোনগুলি ভারতবর্ষেই তৈরী করা হয়েছে। ফোন তৈরির ওরে ৬০% এই দেশেই উৎপাদন করা হয়েছে, যেমন ব্যাটারি, চার্জার ইত্যাদি। নতুন এই ফোনে ট্রিপল ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সহ বড় ব্যাটারিও পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক নতুন এই ফোনগুলির ফিচার।
LAVA Z1
- ফোনটি একেবারেই ভারতবর্ষে ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও A20 SoC প্রসেসর।
- ফোনটিতে ২ জিবি র্যাম রয়েছে ও ১৬ জিবির স্টোরেজ পাওয়া যাবে।
- ফোনটিতে সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
- এই ফোনটিতে গোরিলা গ্লাস ৩ এর সাথে ৩১০০ এমএইচ এর ব্যাটারি থাকছে।
LAVA Z2
- এই ফোনটিতে ২.৫ডি কার্ভড ডিসপ্লে রয়েছে যা একটি IPS ডিসপ্লে।
- এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G35 SoC প্রসেসর।
- ২ জিবি র্যাম ও ৩২ এর স্টোরেজ রয়েছে সাথে এক্সটারনাল স্টোরেজের অপশন রয়েছে।
- ফোনটিতে ব্যাকে ১টি ২ এমপি ও ১টি ১৩এমপি ক্যামেরা রয়েছে। সাথে LED ফ্ল্যাশ রয়েছে। সামনে একটি ৮ এমপি ক্যামেরা থাকছে।
- ফোনটিতে ৫০০০ এমএইচ এর ব্যাটারি রয়েছে।
- ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৬৯৯৯ টাকা।
LAVA Z4
- এই ফোনটিতেও Z2 এর মত মিডিয়াটেক হিলিও G35 SoC প্রসেসর রয়েছে।
- তবে এই ফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি এর স্টোরেজ থাকছে। সাথে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট থাকছে।
- এই ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকছে ১৩, ৫ ও ২ এমপি এর তিনটি ক্যামেরা। সাথে থাকছে ১৬ এমপির ফ্রন্ট ক্যামেরা।
- এই ফোনটিতে থাকছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি।
- ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৮৯৯৯ টাকা।
LAVA Z6
- এই ফোনটিতেও Z2 এর মত মিডিয়াটেক হিলিও G35 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- এই ফোনে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি এর স্টোরেজ থাকছে।
- ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকছে ১৩, ৫ ও ২ মেগাপিক্সেলের। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
- ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯৯৯৯ টাকা।