• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাদক মামলায় গ্রেফতারের পর ভারতীকে নিয়ে এবার বোমা ফাটালেন জনি লিভার

Published on:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সরগরম বলিপাড়া। সেই সময় থেকেই প্রকাশ্যে এসেছে বিটাউনের নানান অন্ধকার দিক। কখনো নেপোটিজম, কখনো ড্রাগযোগ বারংবার চর্চায় উঠে এসেছে এইসব বিষয়। ইতিমধ্যেই ড্রাগ মামলায় নাম জড়িয়েছে তাবড়-তাবড় বলি তারকাদের। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের পর এবার NCB-র জেরায় জর্জরিত লাফিং ক্যুইন ভারতী এবং হর্ষ লিম্বাচিয়া।

ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার গ্রেফতারির পর এবার মুখ খুললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জনি লিভার বলেন, ” হর্ষ এবং ভারতী যেন জেল থেকে বেরোনোর পর তাদের সহকর্মীদের সঙ্গে দেখা করেন। এত কম বয়সে তারা যেন মাদকচক্রে জড়িয়ে না পড়েন, মাদক সেবা না করেন। তিনি উৎকন্ঠা প্রকাশ করে আরও বলেন যে, “ভারতী এবং হর্ষের মতো কম বয়সী তারকাদের নাম যখন মাদক সেবনের জন্য সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে, তখন তাঁদের বাড়ির লোকেদের কী অবস্থা হয় ভেবে দেখুন”

মাদক সেবন প্রসঙ্গে বলিউডের মুন্নাভাই অভিনেতা সঞ্জয় দত্তের উদাহরণ টেনে জনি বলেন, গোটা পৃথিবীর সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিলেন সঞ্জয় দত্ত। এই উদাহরণ টেনে অভিনেতা আরও বলেন, এত ছোট বয়সেই যদি সকলে মাদকাসক্ত হয়ে পড়ে ইন্ডাস্ট্রি চলবে কী করে।

প্রসঙ্গত, বেশ কিছুদিনযাবৎ এনসিবি মুম্বাই এর আন্ধেরি,লোখান্ডওয়ালা ও ভার্সোভা এই তিন জায়গায় অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেই ভারতী ও তার স্বামী হর্ষের (Harsh) মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি কর্তারা। সেখানেই উদ্ধার হয়েছে গাঁজা।তার জেরেই গ্রেফতার করা হয় তাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥