• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিষেকের চলে যাওয়ার পর কোনো বন্ধুই যোগাযোগ রাখেনি! জন্মবার্ষিকীতে বিস্ফোরক স্ত্রী সংযুক্তা

Published on:

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,অভিষেক চ্যাটার্জী,Abhishek Chatterjee,জন্মদিন উদযাপন,Birthday Celebration,সংযুক্তা চ্যাটার্জী,Sanjukta Chatterjee,ডল,Doll,বিস্ফোরক মন্তব্য,Explosive Comment

মুখখানা একেবারে কার্তিক ঠাকুরের মত। তাই বাংলা সিনেমা জগতে কার্তিক ঠাকুর নামেই পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)।  গত বছরেই অর্থাৎ ২০২২ সালের ২৪শে মার্চ আচমকাইহৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অভিনেতা।

কিন্তু মৃত্যুর পরেও শিল্পীরা থেকে যান তাঁর কাজের মধ্যে দিয়ে। অভিষেক চট্টোপাধ্যায়কেও তাঁর অনুরাগীরা মনে রেখেছেন ঠিক সেইভাবেই। এছাড়া জীবনের প্রতিটা মুহূর্তে তাঁর অনুপস্থিতি অনুভব করেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং কন্যা ডল। আজ ৩০ এপ্রিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স ৫৯ বছর।

Saina Chatterjee letter to Abhishek Chatterjee

কিন্তু অভিনেতার অবর্তমানেও তাঁর জন্মদিনের উদযাপনে কোন কমতি রাখেননি তার স্ত্রী সংযুক্তা। মেয়ে ডলকে নিয়েই অভিষেকের সমস্ত পছন্দের জিনিসের মধ্যেই আজ সারাটা দিন জুড়ে নিজেকে ব্যস্ত রাখবেন তিনি।

প্রসঙ্গত অভিনেতার মৃত্যুর পর তাঁর পরিবারকে অর্থ সাহায্যের কথা অর্থ সাহায্য করার কথা বলতে শোনা গিয়েছি অভিষেকের ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধু-বান্ধবকে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে এদিন এইসময় ডিজিটালকে অভিষেকের স্ত্রী সংযুক্তা স্পষ্ট জানিয়েছেন ‘ইন্ডাস্ট্রির কেউই সম্পর্ক রাখেননা, তাতে আমার কিছু যায় আসেনা’।

Abhishek Chatterjee daughter Saina 12th birthday celibration
ছবিঃ অভিষেক চ্যাটার্জী ফেসবুক

সংযুক্তার কথায় ‘অভি চলে যাওয়ার পর আর্থিক অবস্থা নিয়ে অনেক রকম কথা উঠেছিল। আমি এক বছরে দেখিয়ে দিলাম, আর্থিক ভাবে কতটা সচ্ছল। একটা মহিলা হয়ে আরও কত কিছু করা যেতে পারে একবছরে সেটাও প্রমাণ করে দিয়েছি। সবাই হয়তো কাজে ব্যস্ত রয়েছেন। ঠিক আছে, আমি এসব নিয়ে কিছু মনে করিনা।’

Sanjukta Chatterjee

আজকের এই বিশেষ দিনে অভিষেকের নাম করে কেনা পোশাক পরে রাতে মেয়েকে নিয়ে বাইরে ডিনার করবেন বলে জানিয়েছেন সংযুক্তা। অভিষেক নিজে ছিলেন ভোজনরসিক। তাই তাঁর জন্মদিনে খাওয়াদাওয়াটা মাস্ট। এছাড়া আজকের দিনে কলকাতার একটি সংস্থায় বাচ্চাদের জন্য উপহার পাঠিয়েছেন সংযুক্তা। এছাড়া  সুন্দরবনে শিশুদের একটা স্কুলের  বাচ্চাদের জন্য কেক, চকোলেট এবং উপহার পাঠিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥