• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই প্রথম পাশে ছিল না অভিষেক, দুর্গাপুজোর আগে খুব ভয়ে ছিলাম! জানালেন স্ত্রী সংযুক্তা

Published on:

Abhishek Chatterjee,Sanjukta Chatterjee,Durga Puja,Tollywood,Actor,Tollywood actor,Tollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,অভিষেক চট্টোপাধ্যায়,সংযুক্তা চট্টোপাধ্যায়,দুর্গা পুজো,টলিউড,অভিনেতা,টলিউড অভিনেতা,টলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

কথাতেই আছে সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে প্রায় দেড় বছর হতে চললো টলি (Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) প্রয়াত হয়েছেন। স্বামীকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন অভিনেতা-পত্নী সংযুক্তা (Sanjukta Chatterjee) এবং কন্যা সাইনা। যদিও আস্তে আস্তে এখন অনেকটাই সামলে উঠেছেন তাঁরা। চলতি বছর যেমন বাড়ির দুর্গাপুজোর আয়োজন করেছিলেন মিসেস চট্টোপাধ্যায়।

এই প্রথম বাড়ির পুজোয় পাশে নেই অভিষেক। কর্তাকে ছাড়া পুজোর (Durga Puja) সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছিল গিন্নির ওপর। বোধন থেকে শুরু করে বিসর্জন- সব কাজ একা হাতে সামলেছেন সংযুক্তা। মেয়ে সাইনাকে সঙ্গে নিয়ে সেরেছেন অতিথি আপ্যায়ন। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক-পত্নী।

Sanjukta Chatterjee, Abhishek Chatterjee house Durga Puja

পুজোর জন্য এই বছরও অভিষেকের পছন্দমতো একচালা দুর্গাপ্রতিমা এনেছিলেন সংযুক্তা। ধুমধাম করে মায়ের আরাধনা করেছেন অভিনেতার স্ত্রী। যদিও সংযুক্তার কথায়, পাশে না থাকলেও সবটা আড়াল থেকে পরিচালনা করেছেন অভিষেকই।

অভিষেক-পত্নী এই প্রসঙ্গে বলেন, ‘সত্যি, হয়তো কেউ বিশ্বাস করতে পারবেন না। খুব ভালো পুজো হয়েছে। অভি যখন ছিল তখন আমার কাঁধে কোনও দায়িত্ব থাকতো না। আমি কোনও সিদ্ধান্ত নিতাম না। তাই এবার কিছুটা ভয় করছিল। কারণ সব সিদ্ধান্ত, নিয়মকানুন আমাকেই করতে হতো’।

Sanjukta Chatterjee and Saina Chatterjee, Abhishek Chatterjee house Durga Puja

এখানেই থামেননি সংযুক্তা। তিনি আরও বলেন, ‘আমি জানতাম অভি সঙ্গে রয়েছে। সেই জন্য এত সুন্দর করে পুজোর চারটে দিন কেটেছে। মায়ের এমন রূপ আগে কখনও দেখিনি। আমার ডল মা-ও খুব আনন্দ করেছে। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো আছে। সেটাও করবো। আপাতত সেটার আয়োজন করছি’।

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। স্বামীর মৃত্যুর পর থেকে একাহাতেই সন্তান-সংসার সামলাচ্ছেন সংযুক্তা। তবে পুরনো কিছু বন্ধুত্ব এখনও রয়েছে গিয়েছে অভিনেতা-পত্নীর সঙ্গে। লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়- অভিষেক অবর্তমানেও সংযুক্তার হাতটা ধরে রেখেছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥