• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেন সাক্ষাৎ সরস্বতী! তানপুরা হাতে গান ধরেছেন বছর ২১ এর লতা, বিরল ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

Published on:

লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের পুরোনো ভিডিও,গান,সুর সাম্রাজ্ঞী,লতার ২১ বছরের ভিডিও,Lata Mangeshkar,lata Mangeshkar songs,Lata Mangeshkar rare video,Bollywood,song

বেশ কিছুদিন হল চলে গিয়েছেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত ৬ ই ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন তিনি। তবে সারা পৃথিবীর জন্য তিনি রেখে গিয়েছেন তাঁর অপার গানের ভান্ডার, যা একজীবনে শুনে শেষ করা যায়না। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত৷ তাকে দেখে শেখার রয়েছে অনেক কিছুই। এত বড়মাপের একজন শিল্পী হয়েও অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন তিনি।

সাজ বলতে ছিল তার তেলা মাথায় দুই খানা বিনুনি, মাঝ বরাবর সিঁথি এবং কপালে ছোট্ট একটা টিপ। পরনে থাকত হালকা রঙের একটি শাড়ি। সাজ পোশাকে ছিলনা তার কোনোও রকম জাকজমক। ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত একাধিক শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রয়াত হন।

লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের পুরোনো ভিডিও,গান,সুর সাম্রাজ্ঞী,লতার ২১ বছরের ভিডিও,Lata Mangeshkar,lata Mangeshkar songs,Lata Mangeshkar rare video,Bollywood,song

শেষ বয়সেও গান গাওয়ার সময় তার গলা বিন্দুমাত্র কাঁপত না। নিজের গানের জাদুতে দশকের পর দশক মুগ্ধ করেছেন শ্রোতাদের, আগামীতেও তিনি নিজের গানের মধ্যে দিয়েই অমর হয়ে থাকবেন। বিয়ে না করে, গোটা একটা জীবন গানের জন্যই সঁপে দিয়েছিলেন তিনি। নিয়মিত রেওয়াজ করে গানকে সাধনার জায়গায় নিয়ে গিয়েছিলেন সুর সম্রাজ্ঞী।

লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের পুরোনো ভিডিও,গান,সুর সাম্রাজ্ঞী,লতার ২১ বছরের ভিডিও,Lata Mangeshkar,lata Mangeshkar songs,Lata Mangeshkar rare video,Bollywood,song

সম্প্রতি লতার একটি বিরল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ১৯৫০ সালের, তখন সুর সাম্রাজ্ঞীর বয়স মাত্র ২১। ওই বয়সেই তার গানের গলা শুনলে অবাক না হয়ে উপায় থাকেনা। সুর যেন তার কন্ঠে স্বয়ং ঈশ্বর প্রদান করেছেন অতি যত্নে। হাতে তানপুরা নিয়ে চোখ বুজে তিনি গান ধরেছেন, আর সেই ভিডিও হঠাৎই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। Bong Trend এর পর্দায় রইল সেই বিরল ভিডিওরই কিছু অংশ৷

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥