সরস্বতী আরাধনার ঠিক পরের দিনই চলে গেলেন সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মাল্টি অরগ্যান ফেলিওর হয়েই মারা যান লতা। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভুগছিলেন সুরের সাম্রাজ্ঞী। সুস্থ থাকতে মাঝেমধ্যেই বিভিন্ন পুজো পার্বণের শুভেচ্ছা জানাতেন। তার শেষ ভিডিও আজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, ভারতীয় জওয়ানদের ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। সুরের দেবীকে খুব নরম গলায় বলতে শোনা যায়, ” ভারতীয় জওয়ানদের জন্যই দেশ রয়েছে। তোমরা আমার ভাই। তোমাদের ভাইফোঁটার শুভেচ্ছা। আমি যদি তোমাদের কোনো প্রয়োজনে আসি অবশ্যই জানিও।”
এটিই সুস্থ থাকাকালীন তার শেষ ভিডিও। কিছু নেটিজেন এই দাবীকে নস্যাৎ করে আরেকটি ভিডিওর উদাহরণ দিয়ে জানান, সেটি লতার শেষ ভিডিও যেখানে লতাজিকে খানিকটা অসুস্থ অবস্থায় দেখা গিয়েছে। সেখানে লতাজি ফেসবুক এবং ট্যুইটারের তার অনুরাগীদের জন্য বার্তা রেখেছেন। এই ভিডিও দেখা মাত্রই চোখের জল ফেলেছেন অনুরাগীরা।
কথায় আছে গানের ভাষায় জাদু রয়েছে যা দিয়ে সমস্ত দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। আর এই গানের জাদুকেই দীর্ঘ সাত দশক ধরে নিজের সুরে অনবদ্য করে তুলেছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কোকিলের থেকেও মিষ্টি কণ্ঠস্বর, মিউজিক ইন্ডাস্ট্রির কোকিলকন্ঠী নামেও পরিচিত তিনি। বাংলা, হিন্দি থেকে শুরু করে একাধিক ভাষায় গান গেয়েছেন। প্রতিটা গানই মনে এক অবাধ প্রশান্তি এনে দেয়। আজ সঙ্গীতের জগৎ খালি করে না ফেরার দেশে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর।
https://youtu.be/d5ScYuWb_wY
১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ইন্দোরের এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতাজি। তিনি যখন জন্ম গ্রহণ করেন তখন পরিবারের লক্ষী ছিলেন তিনি। বাবা ছিলেন দীননাথ মঙ্গেশকর, বিখ্যাত নাট্য অভিনতা ও গায়ক। তাই খুব ছোট থেকেই সঙ্গীতের প্রতি ছোট থেকেই টান ছিল। এরপর বড় হয়ে অজস্র গানের সুরে গোটা পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষের মন জয় করেছেন। এই শুন্যস্থান অপূরণীয়।