গানের মধ্যে এমন জাদু রয়েছে যা নিমেষের মধ্যে দুঃখ কষ্ট ভুলিয়ে মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে। এমনই একটি বিখ্যাত গান ‘মঙ্গলদীপ জ্বেলে’ (Mangaldeep Jwele)। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ‘মঙ্গলদীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু’ এই গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দশকের পর দশক পেরিয়ে গেলেও লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া এই গান আজও সমান জনপ্রিয়।
তবে অনেকেই হয়তো জানেন না গানটিকে বিনা পারিশ্রমিকেই গেয়েছিলেন লতা মঙ্গেশকর! প্রযোজকের থেকে এই গানের জন্য কোনো টাকাই তিনি নেন নি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া প্রভাত রায়ের ‘প্রতিদান’ ছবির গান ‘মঙ্গলদীপ জ্বেলে’। ছবিতে অভিনয় করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দিন শাহ এর মত তারকারা।
গানটির সুর দিয়েছিলেন বিখ্যাত গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী। কিন্তু এমন সুন্দর একটা গান গাওয়ার জন্য কেন কোনো পারিশ্রমিক নিলেন না লতা মঙ্গেশকর? আসলে এই ছবিটিই ছিল পরিচালক প্রভাত রায়ের প্রথম ছবি। অবশ্য এর আগে মুম্বাইতে কাজ করেছিলেন। সেই সময়ের বিখ্যাত পরিচালক শক্তি সামন্তের সহ পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি।
মুম্বাইয়ের সহ পরিচালককে কলকাতায় দেখে একপ্রকার চমকে গিয়েছিল সুর সম্রাজ্ঞী। তারপর সুরকার বাপ্পি লাহিড়ীর থেকে বিশদে জানতে পেরেছিলেন ছবির ব্যাপারে। ছবির কাহিনী শুনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন গায়িকা। এরপর ছবির জন্য গানও গেয়েছেন। তবে গানের জন্য টাকা নিতে অস্বীকার করেছিলেন লতাজী।
এবার অনেকেরই মনে প্রশ্ন জাগে কেন পারিশ্রমিক নিলেন না তিনি? এর উত্তর হিসাবে জানা যায়, পরিচিত সহ পরিচালক নিজে প্রথম একটি ছবি পরিচালনা করছেন। তাই পারিশ্রমিক না নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে গানের পারিশ্রমিক ছাড়া, তৈরির কাহিনীও অনেকের অজানা আর অদ্ভুত। কারণ, মুম্বাইয়ের জুহু বিচে হাঁটার সময়েই নাকি গৌরীপ্রসন্ন মজুমদারের মাথায় আসে গান। সেই সময় লেখার জন্য কাগজ চাইলেও ছিল না। শেষমেশ বিচে পরে থাকা খালি সিগারেটের প্যাকেট তুলে তাতেই লেখা হয় গান।