• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ি যেন ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকরের মন্দির, লতাজির জন্য বিয়ে পর্যন্ত করেননি এই ব্যক্তি

Published on:

Lata Mangeshkar Dia Hard Fan from Meerut makes his home full of Lataji Collections

গত ৬ই ফেব্রুয়ারি গোটা দেশের জন্য একটি অতন্ত্য বেদনা দায়ক দিন ছিল। এদিন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) প্রয়াত হয়েছেন। ৯২ বছর বয়সে নিজের অজস্রেও গানের সৃষ্টি রেখে সুরের দেশে পাড়ি দিয়েছেন কোকিলকন্ঠী লতাজি। তাঁর অসংখ্য ভক্তরা দেবীর মত পূজা করতেন তাকে। লতাজির প্রয়াণে গভীর শোকে রয়েছেন অসংখ্য ভক্তরা। পাশাপাশি অনেকেই নিজেদের মত করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

আজ বংট্রেন্ডের পাতায় আপনাদের এমন এক ভক্তের সাথে পরিচয় করবো যিনি লতাজিকে দেবীর মত পূজা করেন। নিজের বাড়িটাও লতাজির সমস্ত স্মৃতি দিয়ে তৈরী, ছবি থেকে শুরু করে গানের অ্যালবাম দিয়ে সাজিয়েছেন গোটা বাড়ি। এই ব্যক্তির নাম গৌরব শর্মা (Gourav Sharma), মিরাটের বাসিন্দা তিনি। পেশায় শিক্ষক গৌরব শর্মা লতাজিকর জন্য একপ্রকার নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন।

Lata Mangeshkar,Lata Mangeshkar Fan,Lata Mangeshkar Die hard Fan,লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের বই,লতা মঙ্গেশকরের ফ্যান,Lataji Museum

বিগত ৩০ বছর ধরে লতাজির নানান স্মৃতি সংগ্রহ করে চলেছেন তিনি। লতাজিকেই পুজো করেন দেবীর মত। আপনারা জানলে অবাক হবে তার সংগ্রহের মধ্যে কি কি রয়েছে ও কিভাবে তিনি সেই সব সংগ্রহ করেছেন। লতাজি ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছিলেন, তাই গৌরববাবু ১৯২৯ সালের কয়েন সংরক্ষণ করেছেন নিজের কাছে। অনেক খুঁজে সেই সময়ের কয়েন জোগাড় করেছেন তিনি যা লতাজিৎ জন্ম বছরের হিসাবে সংরক্ষিত রয়েছে তার।

Lata Mangeshkar,Lata Mangeshkar Fan,Lata Mangeshkar Die hard Fan,লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের বই,লতা মঙ্গেশকরের ফ্যান,Lataji Museum

শুধুমাত্র ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে বিখ্যাত লতা মঙ্গেশকর। ৩৬টি ভাষায় সহস্রাধিক গান গেয়েছেন তিনি। তাকে নিয়ে লেখা হয়েছে একাধিক বই। আর লতাজিকে নিয়ে লেখা সমস্ত বই নিজের সংগ্রহে রেখেছেন তিনি। পাকিস্তানি, অস্ট্রেলিয়ান লেখক থেকে শুরু করে লতাজিকে নিয়ে লেখা সব বই রয়েছে তার কাছে।

Lata Mangeshkar,Lata Mangeshkar Fan,Lata Mangeshkar Die hard Fan,লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের বই,লতা মঙ্গেশকরের ফ্যান,Lataji Museum

গোটা বাড়িতে লতাজির ছোট বড় সব মিলিয়ে ১০০ এরও বেশি ছবি রয়েছে। আর তার নিজের রুমের দেওয়ালে রয়েছে বিশাল ফ্রেমে বাঁধানো একটি লতাজির ছবি। তাঁর বাড়িটাকে লতাজির মিউজিয়াম বললে হয়তো খুব একটা ভুল বলা হবে না। জীবনের সবটাই লতাজির জন্য উৎসর্গ করতে চান তিনি। তাই বিয়ে পর্যন্ত করেননি।

Lata Mangeshkar,Lata Mangeshkar Fan,Lata Mangeshkar Die hard Fan,লতা মঙ্গেশকর,লতা মঙ্গেশকরের বই,লতা মঙ্গেশকরের ফ্যান,Lataji Museum

লাজির সাথে বহুবার সাক্ষাৎ করেছেন গৌরববাবু। তবে লতাজির সাথে কোনো ছবি তোলা হয়নি তাঁর। তাতে অবশ্য লতাজির প্রতি শ্রদ্ধায় কোনো কমতি হয়নি। লতাজির প্রয়াণের খবরে রীতিমত ভেঙে পড়েছিলেন তিনি। কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার প্রয়াণের খবর। যেমনটা জানা যাচ্ছে নিজের বাড়িটিকে লতা মিউজিয়াম ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি সরকারের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥