• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর দেখা যাবে না ‘সিধাই’কে! ‘I Love You’ বলতেই মৃত্যুর কোলে মিঠাইরানী, কষ্টে চোখে জল দর্শকদের

Updated on:

Last Sidhai moment video goes viral before Mithai’s death

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি একসময়ের বেঙ্গল টপার ছিল। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিকটি। তবে গত কয়েক মাস ধরে সিরিয়ালটির টিআরপির দিক থেকে নাজেহাল অবস্থা। হারানো শীর্ষস্থান ফিরে পেতে ‘মিঠাই’য়ে (Mithai serial) আনা হচ্ছে একাধিক নতুন টুইস্ট।

সিরিয়ালে যেমন এখন টাইম লিপ দেখানো হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই দেখানো হয়েছিল মিঠাইরানী মা হতে চলেছে। ইতিমধ্যেই এক ছেলের জন্ম দিয়েছে সে। বেশ বড়ও হয়ে গিয়েছে জুনিয়র উচ্ছেবাবু। প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে দর্শকরা অনেক আগেই জেনে গিয়েছে, প্রিয় মিঠাইরানীর মৃত্যু হতে চলেছে।

Mithai's sudden death new promo on air

অবশেষে এসেই গেল সেই পর্ব। সম্প্রতি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে মিঠাইরানীর মৃত্যুর পর্বটি। পর্দায় শেষবারের মতো ‘সিধাই’ (Sidhai) মোমেন্ট দেখিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে সকলের প্রিয় মিঠাই।

‘মিঠাই’এর নতুন পর্বে দেখা গিয়েছে, মিঠাই এবং সিদ্ধার্থ ফোনে কথা বলছে। এরপরই এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটবে। সেখানেই প্রাণ মিঠাই প্রাণ হারিয়েছে দেখানো হবে। তাই মিঠাই-সিদ্ধার্থের ফোনের কথোপকথনই যে শেষ ‘সিধাই’ মোমেন্ট তা বুঝে গিয়েছেন দর্শকরা। এরপর থেকে আর মিঠাইরূপে দেখা যাবে না সৌমিতৃষাকে। এরপর মিঠিরূপে দেখা যাবে  অভিনেত্রীকে।

Mithai Serial New Promo made record in Serial

‘সিধাই’ জুটির শেষ কথোপকথনে দেখা যাবে উচ্ছেবাবু ফোনে মিঠাইকে বলছে, ‘যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। আচ্ছা মিঠাই শোনো আই লাভ ইউ’। একথা শোনামাত্রই মিঠাইরানী বলে ওঠে, ‘আই… শেম শেম। জোরে বলতে পারব না এখন। ছাড়ি?’

Mithai Death

ধারাবাহিকে শেষবারের মতো ‘সিধাই’ মোমেন্টের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। শেষবারের মতো সৌমিতৃষাকে মিঠাইরূপে দেখে দর্শকদের চোখে জল চলে এসেছে। পাশাপাশি উচ্ছেবাবুর মিঠাইরানীকে তাড়াতাড়ি তাঁর কাছে ফিরতে বলা এবং তাঁর ‘আই লাভ ইউ’র জবাবটুকুও মিঠাইয়ের না দিতে পারার দৃশ্য দেখে ভারাক্রান্ত হয়ে গিয়েছে দর্শকদের মন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥