আজ থেকে এক বছর আগে স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছিল ঋষি পিহুর মন পাগল করা ভালোবাসার গল্প মন ফাগুন (Monphagun)। আর সেই সিরিয়ালই বছর ঘুরতেই শেষ হয়ে গেল। গতকাল অর্থাৎ ১৭ ই আগস্ট শেষ হয়েছে মন ফাগুনের অন্তিম পর্বের শুটিং (Last Day of Shooting)। শেষবারের মতো টিভির পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার হবে আগামী ২১ শে আগস্ট।
গত এক মাসে স্টার জলসায় এসেছে একের পর এক নতুন সিরিয়াল। যার ফলে কোপ পড়েছে বেশ কয়েকটি কম টিআরপির সিরিয়ালের ওপর। এই কারণে কিছুদিন আগেই স্টার জলসায় শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘বৌমা একঘর’। তাছাড়া শেষের মুখে লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’। আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা মন ফাগুন কিন্তু শুরু থেকেই দাগ কেটেছিল সিরিয়াল প্রেমি দর্শকদের মনে।
সিরিয়ালের নায়ক-নায়িকা ঋষি (Rishi)-পিহু (Pihu)-র জুটিকে দারুন পছন্দ করেছিলেন দর্শকরা। টিভির পর্দায় তাদের কেমিস্ট্রি দেখলে টিভির পর্দা থেকে চোখ সরতো না দর্শকদের। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রেখেছেন পিহু অভিনেত্রী সৃজলা গুহ। তার বিপরীতে ঋষি চরিত্রে অভিনয় করে ফের একবার দর্শকদের মন জয় করে নিয়েছেন টেলিভিশন হার্টথ্রব শন ব্যানার্জি।
এত কম দিনের মধ্যে মন ফাগুন শেষ হয়ে যাবে তা কল্পনাও করতে পারেনি অনুরাগীরা। তাই হঠাৎ করেই পছন্দের সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ অনুরাগীদের। গতকাল অন্তিমপর্বের শুটিং শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের একগুচ্ছ ছবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সিরিয়ালের নায়িকা পিহু অভিনেত্রী সৃজলা। এতদিনের পথচলা ৰভাবে হঠাৎ শেষ হয়ে যাওয়ায় চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী। প্রসঙ্গত আগামী ২২শে আগস্ট থেকে স্টার জলসায় মন ফাগুনের জায়গা নিতে চলেছে আসন্ন নতুন সিরিয়াল ‘মাধবীলতা’।