সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে কে না ভালোবাসে! আর এখনকার দিনে দর্শকমহলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) চাহিদা। যার ফলে প্রতিদিন পছন্দের সিরিয়াল দেখা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। তবে দিনের পর দিন সিরিয়ালে একঘেয়ে সাংসারিক কূটকচালি আর পরকীয়া দেখতে দেখতে কিন্তু একেবারেই পছন্দ করেন না সিরিয়ালপ্রেমী দর্শকরা।
সারাদিনের ব্যস্ততা শেষে অবসর সময়টুকুতে সকলেই চান ভিন্ন স্বাদের সিরিয়াল দেখতে। যা দেখে মনের মধ্যে মানসিক চাপ নয় বরং মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় নির্মাতারা যতই এই ধরনের সিরিয়াল নিয়ে আসুন না কেন একটা সময়ে কম টিআরপির কারণে চ্যানেল কর্তৃপক্ষের চাপে পড়েই শেষমেষ অসময়ে হলেও বন্ধ করে দিতে হয় এই ধরনের ভিন্ন স্বাদের সব সিরিয়াল।
ইদানিং দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি ধারাবাহিক হল ‘লালকুঠি’ (Lalkuthi)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে রহস্য রোমাঞ্চে মোড়া একেবারে ভিন্ন স্বাদের এই সিরিয়াল অল্পদিনেই মন ছুঁয়েছে দর্শকদের। শুরু থেকেই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)।
জল্পনা চলছিল অনেকদিন ধরেই এবার সত্যিই শিলমোহর পড়ল সেই জল্পনায়।গতকালই সম্পন্ন হল এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। বিশ্বাস না হলেও এটাই সত্যি। মাত্র ৬ মাসের মাথায় শেষ হচ্ছে লালকুঠি। চলতি বছরের ২ মে থেকে টিভির পর্দায় শুরু হয়েছিল রহস্য রোমাঞ্চে ভরপুর এই সিরিয়াল। কিন্তু এখনকার দিনে যে কোন সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। তাই কম টিআরপির কারণে এবার শেষ হয়ে যাচ্ছে রাহুল-রুকমার লালকুঠি।
দর্শকদের কাছে রাহুল-রুকমা জুটির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও টিভির পর্দায় সেভাবে ম্যাজিক সৃষ্টি করতে পারেনি তারা। প্রসঙ্গত স্টার জলসায় ‘দেশের মাটি’ সিরিয়ালে রাজা-মাম্পির চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। টিভির পর্দায় এই সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই দর্শকদের দাবি মেনে মাত্র দুমাসের মধ্যেই লালকুঠি সিরিয়ালের মধ্যে দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল তাদের।
যা এবার শেষের মুখে। খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে দু-দুটি নতুন সিরিয়াল। যার মধ্যে ‘নিম ফুলের মধু’ শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর থেকে। এর ফলে শেষ হয়ে যাচ্ছে পিলু।অন্যদিকে ২৮ নভেম্বর থেকে আসছে আরও একটি নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। এই সিরিয়ালটি সম্প্রচারিত হবে রাট ৯টা থেকে। তাই প্রথমদিকে অনেকেই মনে করেছিলেন শেষ হবে উর্মি-সত্যকির পথ চলা।
কিন্তু না নতুন সিরিয়াল আসায় লালকুঠি শেষ করে উর্মি সত্যকিকে পাঠানো হচ্ছে রাত সাড়ে নটার স্লটে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লালকুঠির অন্তিম পর্বের শুটিংয়ের (Last day of shooting) বেশ কিছু ছবি -ভিডিও। সেখানে দেখা গিয়েছে শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পর্দার বিক্রম-অনামিকা সহ সমস্ত কলাকুশলীরা। সম্ভবত আগামী ২৭ নভেম্বর শেষবার দেখা যাবে এই সিরিয়াল।