ইদানিং বাংলা টেলিভিশন জগতে ধুম পড়েছে একের পর এক সিরিয়াল শেষ হওয়ার। ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় পরপর শেষ হয়েছে বেশ কয়েকটি সিরিয়াল। ভালো গল্প এবং বিষয়বস্তু হওয়া সত্ত্বেও মাত্র তিন মাসেই শেষ হয়েছিল বৌমা এক ঘর। তারপর একে একে শেষ হয়েছে ‘মন ফাগুন’থেকে শুরু করে লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়ায় ‘খড়কুটো’।
আজকালকার দিনে সব সিরিয়ালেই শেষ কথা টিআরপি। তবুও উপরের উল্লেখিত প্রত্যেকটি সিরিয়াল বন্ধ হওয়ার একমাত্র কারণ কিন্তু টিআরপি নয়। নানা কারণে বিশেষত একের পর এক নতুন সিরিয়ালের আগমনে কোপ গিয়ে পড়েছে পুরনো সিরিয়ালের ওপর।দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিতেই শেষ করে দেওয়া হচ্ছে একের পর এক জনপ্রিয় সব সিরিয়াল।
এবার শেষের মুখে ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori)-ও। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং (Last day of shooting)। সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই অসময়ে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ অনুরাগীদের। তারই মধ্যে আরও একটা বিষয় দেখে রেগে (Angry) লাল হয়ে গিয়েছেন সহচরী (Sohochori) অভিনেত্রী কণীনিকা ব্যানার্জীর (Koneenica Banerjee) ভক্তরা (Fans)।
প্রসঙ্গত এই সিরিয়ালটা শুরু হয়েছিল মাঝ বয়সি গৃহবধূ সহচরীর দুচোখ ভরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে গোল্ডমেডেল পাওয়ার স্বপ্ন নিয়ে। সইয়ের সেই স্বপ্নপূরণ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে তার এই ধারাবাহিক। কিন্তু খুব অদ্ভুতভাবে সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ে তাকে দেখা গেল না। তাই যাকে নিয়ে সিরিয়াল তাকেই শেষ দিনের শুটিংয়ে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই নির্মাতাদের ওপর প্রচন্ড ক্ষুব্ধ দর্শকরা।
কেউ কেউ আবার সহচরীর পক্ষ নিয়ে প্রশ্ন করেছেন অসুস্থতার জন্য বিরতি নিলেও শেষের দিনটায় সহচরী অভিনেত্রী কণীনিকাকে নিয়ে আসলে কি ক্ষতি হতো? এমনই একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছে, ‘সহচরী কে ছাড়াই সম্পন্ন হলো আয় তবে সহচরীর শেষ দিনের শুটিং। যার নামে সিরিয়াল,যাদের সম্পর্ক নিয়ে সিরিয়াল সেটাই আর দেখানো হলো না’।