• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কান্না পাবে জানি! মিঠাইয়ের শেষ দিনে চোখে জল আদৃত-সৌমিতৃষার, ভাইরাল ভিডিও দেখে চোখ ভিজল দর্শকদের

সেই লকডাউনের সময় থেকে আজ অবধি বাঙালি দর্শকদের মন কেড়ে নিয়েছিল জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে আগামীকাল অর্থাৎ শুক্রবারেই পথচলা শেষ হচ্ছে মিঠাই-সিদ্ধার্থ (Mithai sidhartha) আর তাঁদের গোটা মোদক পরিবারের। মিঠাই শেষের সাথেই যেন বাংলা সিরিয়ালের একটা অধ্যায় শেষ হচ্ছে।

প্রসঙ্গত ২০২১ সালে করোনাকালে লকডাউনের জেরে সবার যখন বেজায় মন খারাপ,সবাই যখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, ঠিক তখনই বাংলার দর্শকদের মন ভালো করতে অর্থাৎ  পর্দার মিঠাই রানীর কথায় সব্বাইকে হেপ্পি করে দিতে মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে বাংলার ঘরে ঘরে ‘সুখে-দুখে মিষ্টি মুখে হাজির হয়েছিল জনাইয়ের মিঠাই’।

   

Zee Bangla Bengali serial Mithai last date is not 9th June but this date

জয় গোপাল বলে যে সফর শুরু হয়েছিল সগৌরবে তা চলেছে দীর্ঘ আড়াই বছর। দীর্ঘদিনের এই পথ চলায়  অগণিত সম্মান এবং পুরস্কার তো বটেই সেইসাথে এই সিরিয়ালের সমস্ত কলা-কুশলীরাই পেয়েছেন দর্শকদের  অফুরন্ত ভালোবাসা।

বিশেষ করে সিরিয়ালে মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু এবং সিদ্ধার্থ চরিত্রে আদৃত রায়ের জুটি ভীষণ প্রিয় দর্শকদের। তাই মিঠাই শেষ হয়ে যাওয়ায় পর্দার ‘সিধাই’ জুটিকে ভীষণ মিস করবেন দর্শক। দর্শকদের এই মন খারাপ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল জি বাংলা তরফে শেয়ার করা মিঠাই সিরিয়ালের শেষ দিনের একটি ভিডিও।

Mithai, Mithai last shooting

ভিডিওতে দেখা যাচ্ছে কলা কুশলীদের সকলের চোখেই জল। ভিডিওতে দেখা যাচ্ছে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা থেকে শুরু করে শ্রী অভিনেত্রী দিয়া কিংবা নিপা অভিনেত্রী ঐন্দ্রিলা প্রত্যেকেরই বাঁধ মানছে না চোখের জল।

চোখের কোণায় জল চিক চিক করে উঠেছে পর্দার উচ্ছে বাবু আদৃত আর তার অনস্ক্রিন দাদাই অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীরও। এদিন  ক্যামেরার সামনেই কেঁদে ফেলতে দেখা গিয়েছে মোদক পরিবারের  রাতুল এবং সোমকেও। জি বাংলা তরফের সিরিয়ালের অন্তিম পর্বের এমনই এক ঝলক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘সুখে-দুখে মিষ্টি মুখে-র রেশ থাকুক আজীবন’।

site