• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লালনের ‘লিপস্টিক বিয়ে’ই হল কাল, শেষ হতে চলেছে ‘লালঝুরি’র কাহিনী ধূলোকণা!

Published on:

Lalon Phuljhuri's Dhulokona will air off soon

যে যাই বলুন না কেন অবসরসময়ে দর্শকদের বিনোদনের রসদ জোগাতে কিন্তু বাংলা সিরিয়ালের (Bengali Serial) জুড়ি মেলা ভার। এখনকারদিনে দর্শকমহলে বাংলা সিরিয়ালের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই সারা সপ্তাহজুড়েই বিনোদনমূলক চ্যানেলগুলোতে চলতে থাকে বাংলা সিরিয়ালের দাপট। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে  অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার  জলসার ‘ধূলোকণা’ (Dhulokona)।

শুরু থেকেই লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে  কৌতূহল রয়েছে চোখে পড়ার মতো। ধারাবাহিকে নায়িকা ফুলঝুরির (Phuljhuri) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের (Lalon) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায় (Indrashish Roy)। প্রথম থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি তারা। তাই ভালোবেসে তাদের নাম মিলিয়ে কেউ তাদের বলেন ‘লাল ফুল’ আবার কেউ বলেন ‘লাল ঝুরি’।

Lalon, Fuljhuri

এমনিতে লীনা গাঙ্গুলির সিরিয়াল মানেই পরকীয়া থাকা মাস্ট। দর্শকদের বরাবরের অভিযোগ তিনি তাঁর প্রায় প্রত্যেক সিরিয়ালের ‘পরকীয়া’ প্রমোট করেন। ব্যতিক্রম নয় ধূলোকণাও। মানসিকভাবে অসুস্থ লালন এখন ফুলঝুরিকে ছেড়ে দিয়ে থাকছে তিতিরের (Titir) সাথে। তাই লালনের জীবনে ফুলঝুরি এখন অতীত। এখন তিতির তার ভাবি স্ত্রী। অন্যদিকে লালন জীবন থেকে হারিয়ে যেতেই গানকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে ফুলঝুরি।

ধূলোকণা,Dhulokona ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,শেষ,Air Off,বাংলা সিরিয়াল,Bengali Serial

এরইমধ্যে সিরিয়ালে এন্ট্রি হয়েছে ফুলঝুরির হতে পারতো বড় অঙ্কুর। তাই দর্শকরা চাইছেন এবার অংকুরের সাথেই বিয়ে হোক ফুলঝুরির। এরইমধ্যে প্রকাশ্যে আসা একটি প্রোমোতে দেখা গিয়েছিল মা হতে চলেছে ফুলঝুরি। অন্যদিকে তিতিরের সাথে লালনের বিয়ের তোড়জোড় চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে টানটান উত্তেজনার পর্ব চলছে ধূলোকণায়।

Ankur Dhulokona

এরইমধ্যে এই সিরিয়ালের ভক্তদের জন্য এসে গিয়েছে দারুন মন খারাপের খবর। প্রথমে শোনা যাচ্ছিল নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ এসে স্লট দখল করবে ধূলোকণার। যার ফলে দর্শকমহলে এই সিরিয়ালের সময় পরিবর্তন নিয়ে তৈরী হয় ব্যাপক জল্পনা। কিন্তু এবার জানা যাচ্ছে সময় পরিবর্তন নয় নতুন সিরিয়ালের কোপে পরে এবার শেষ (Off Air) হতে চলেছে স্টার জলসার অন্যতম পুরোনো এই সিরিয়াল।

ধূলোকণা,Dhulokona ফুলঝুরি,Phuljhuri,লালন,Lalon,তিতির,Titir,শেষ,Air Off,বাংলা সিরিয়াল,Bengali Serial

এপ্রসঙ্গে এখনও পর্যন্ত নিশ্চিত খবর না মিললেও সোশ্যাল মিডিয়া একজন ‘ধূলোকণা’ ভক্ত লিখেছেন ‘১০০% কনফার্ম নিউজ। ধূলোকণার আজকে শেষ শ্যুট হয়ে গেল। ১২ ডিসেম্বর থেকে বাংলা মিডিয়াম রাত ৮:০০ টায়। অনেকে ধূলোকণা শেষ হয়ে যাওয়াতে খুশি হবেন তবে বিশ্বাস করুন আমার সবচেয়ে প্রিয় শো শেষ হওয়াতে আমি আপনাদের চেয়ে বেশি খুশি। কেউ ভাববেন না নিমফুলের জন্য শেষ হয়ে গেল।শেষ সপ্তাহে স্লট পেয়েই যেন শেষ হয়। আর না পেলেও নিজ স্লটে শেষ হচ্ছে’। তবে এই খবর শুনে ফুলঝুরি ভক্তরা এখনও তা বিশ্বাস করতে পারছেন না। যদিও এপর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কোনো অফিসার ঘোষণা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥