• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার কিছু হারানোর নেই! ৩৭ বছরের অভিনয় জীবনে প্রথমবার ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন লাবনী সরকার

Published on:

Laboni Sarkar

বাংলা সিনেমার (Bengali Cinema) দাপুটে অভিনেত্রী হলেন লাবনী সরকার (Laboni Sarkar)। দীর্ঘ ৩৭ বছরের অভিনয় জীবনে ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন ২০০টিরও বেশি সিনেমায়। পাশাপাশি কাজ করেছেন বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে। তাই সিনেমা হোক কিংবা সিরিয়াল বিনোদন জগতের উভয় ক্ষেত্রেই অবাধ যাতায়াত অভিনেত্রীর।

সেইসাথে ইতিমধ্যেই অভিনেত্রী পা রেখেছেন ওয়েব সিরিজের (Web Series) জগতেও। আগামী মাসেই ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে লাবনী সরকার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ (Raktakarabi)। এই ওয়েব সিরিজেরগুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী রাইমা সেন, অভিনেতা বিক্রম চ্যাটার্জীসহ জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায় এবং তুলিকা বসু।

বাংলা সিনেমার,Bengali Cinema,লাবনী সরকার,Laboni Sarkar,ওয়েব সিরিজ,Web Series,রক্তকরবী,Raktakarabi,ইন্ডাস্ট্রি,Industry,সম্মান,Respect,ভালোবাসা,Love

প্রসঙ্গত এতদিন যাবৎ বেশিরভাগ সিনেমা কিংবা সিরিয়ালে লাবনী সরকারকে একঘেয়ে সাদাসিধে,হতদরিদ্র মায়ের চরিত্রেই  তাকে দেখে এসেছেন দর্শক। কিন্তু দীর্ঘ ৩৭ বছরের অভিনয় জীবনে এই প্রথম নিজের চেনা গন্ডি থেকে বেরিয়ে যাকে বলে ছক ভেঙে একেবারে ভিন্ন স্বাদের নতুন চরিত্রে অভিনয়  করেছেন অভিনেত্রী।

আর এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সময় লাবনী সরকার নিজে নাকি ভীষণ উপভোগ করেছেন। সম্প্রতি নিজের এই চরিত্রটা নিয়ে ইউটিউব চ্যানেল টলি ফোকাসের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী।  নতুন এই ওয়েব সিরিজটি লিখেছেন জনপ্রিয় লেখিকা সাহানা দত্ত। যার পুরোটাই রয়েছে রহস্য রোমাঞ্চে মোড়া। তাই নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছুই জানাতে নারাজ  লাবনী সরকার। Laboni Sarkar

অভিনেত্রীর নিজের কথায় শুরু থেকেই তার চরিত্রটি এতবার এতরকম ভাবে পাল্টেছে যা দেখে ব্যাপারটা তিনি নিজেও দারুন উপভোগ করেছেন। প্রসঙ্গত এতবড় শিল্পী হয়েও বরাবরই নতুনদের সাথে কাজ করতে ভালোবাসেন অভিনেত্রী। অর্থাৎ অভিনয়ে বিরাট সাফল্যের পরেও পা মাটিতে রেখেই চলেন অভিনেত্রী।

প্রসঙ্গত ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন  ধরে যুক্ত বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীদেরই দেখা যায় ইন্ডাস্ট্রির ওপর  ক্ষোভ উগরে দিতে। তবে এদিক দিয়ে একেবারে আলাদা অভিনেত্রী লাবনী সরকার। তিনি জানিয়েছেন এই ইন্ডাস্ট্রি থেকে দু-হাত ভরে অসংখ্য মানুষের ভালোবাসা আর সম্মান পেয়েছেন। তবে শুরুর দিকে তিনি কোনোকিছু না ভেবেই অভিনয়ে এসেছিলেন। তখন তিনি ভেবেছিলেন তার কিছু পাওয়ার-ও নেই হারানোর-ও নেই। তাই প্রথম দিন থেকেই নাকি তিনি ছিলেন ‘ঢাল করতাল নেই নিধিরাম সর্দার’ গোছের মানুষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥