• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবই TRPর খেলা, দর্শক টানতেই নকল প্রেম-ঝগড়া! সলমনের ‘বিগবস’ নিয়ে বিস্ফোরক প্রাক্তন প্রতিযোগী

Published on:

Kushal Tandon,Bigg Boss,Kushal Tandon Bigg Boss,Kushal Tandon reality shows,Reality shows,entertainment,কুশল ট্যান্ডন,বিগ বস,কুশল ট্যান্ডন বিগ বস,কুশল ট্যান্ডন রিয়্যালিটি শো,টলিউড,বিনোদন

টেলিভিশনের ইতিহাসের অন্যতম জনপ্রিয় শো হল সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss)। গত ১৬ বছর ধরে চলে আসা এই শোয়ের টিআরপি’ও আকাশছোঁয়া। প্রত্যেক বছর সেপ্টেম্বর থেকে শুরু করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় এই শো আর দর্শকরা বুঁদ হয়ে তা দেখেন। কিন্তু এই ধরণের রিয়্যালিটি শোয়ের টিআরপি যতই বেশি থাকুক না কেন, মাঝেমধ্যেই দর্শকদের মনে এর ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন জাগে।

ক্যামেরার সামনেই এত মাখোমাখো প্রেম, কোমর বেঁধে ঝগড়া, এমনকি মাঝেমধ্যে মারামারি পর্যন্ত- এই সব কিছু কি আদৌ সত্যি? নাকি সুন্দর করে লেখা একটি চিত্রনাট্যের অংশ? সম্প্রতি এই নিয়ে একাধিক বোমা ফাটালেন শোয়ের প্রাক্তন প্রতিযোগী এবং জনপ্রিয় টেলি অভিনেতা কুশল ট্যান্ডন (Kushal Tandon)।

Kushal Tandon

চলতি বছর যেমন ‘বিগ বস’এ গৌতম ভিজ-সৌন্দর্য শর্মা এবং শালীন ভানোট-টিনা দত্তর মাখোমাখো প্রেমের সাক্ষী থাকছেন দর্শকরা। পাশাপাশি আবার অর্চনা গৌতমের শিব থাককের গলা টিপে ধরাও দেখেছেন তাঁরা। তবে আদৌ কি এগুলি সত্যি? কুশল সাফ জানিয়ে দেন, ‘বিগ বস’এ যা দেখা যায় সবটাই একতা দুর্দান্ত চিত্রনাট্যের অংশ।

কুশলের কথায়, ‘সব ধরণের গুরুত্বপূর্ণ রিয়্যালিটি শো’য়ে অংশগ্রহণ করেছি আমি। তাই এখন আর থাকতে চাই না। ও সব শো’য়ে অংশগ্রহণ করার জন্য যে সারল্য প্রয়োজন হয়, সেটার তুলনায় আমি এখন অনেক বেশি পরিণত। ওই শোগুলিও আগের মতো আর নেই। আগে সব শোগুলি বাস্তবের মতো ছিল। তবে এখন যা দেখানো হয় তা সম্পূর্ণটাই সাজানো। পুরোটার চিত্রনাট্য থাকে’।

Kushal Tandon in Bigg Boss

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ সিজন ৭’এর প্রতিযোগী ছিলেন কুশল। সেই সিজনেই তাঁর সঙ্গে সহ প্রতিযোগী গওহর খানের প্রেম হয়েছিল। যদিও শো শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। এই ‘পরম্পরা’ বছরের পর বছর ধরে চলে আসছে। ‘বিগ বস’এর ঘরে প্রেম শুরু এবং শো শেষ হতে না হতেই সম্পর্কে ইতি পড়া একেবারেই নতুন ব্যাপার নয়। এবার সম্পূর্ণ শো’য়েরই পর্দা ফাঁস করলেন কুশল নিজে।

প্রসঙ্গত, ‘বিগ বস ৭’এর পাশাপাশি কুশল টেলিভিশনে আরও বহু জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের অংশ ছিলেন। রোহিত শেট্টি সঞ্চালিত ‘খতরোঁ কে খিলাড়ি ৫’ এবং ‘নাচ বলিয়ে’ সিজন ৫’এও দেখা গিয়েছিল এই জনপ্রিয় টেলি অভিনেতাকে। একাধিক রিয়্যালিটি শোয়ের অংশ থাকার অভিজ্ঞতা থেকেই কুশল জানান, শোয়ের টিআরপি বানানোর জন্যই এসব দেখিয়ে দর্শকদের বোকা বানান নির্মাতারা। কিন্তু তিনি আর বোকা বনতে রাজি নন। তাই এই সব রিয়্যালিটি শো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥