• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলচরিত্রের অভিনেতারা বেশি টাকা পায়! এপ্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অভিনেতা কুশল চক্রবর্তী

সিনেমা থেকে সিরিয়াল বাংলা বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় তথা প্রতিভাবান অভিনেতা হলেন কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। এখন টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি।বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার গঙ্গারাম সিরিয়ালে। নায়ক গঙ্গারামের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে কিছুদিন আগে জি বাংলার সর্বজয়া সিরিয়ালে দেবশ্রী রায়ের বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছিল এই প্রবীণ অভিনেতাকে।

এমনিতে বেশিরভাগ সিরিয়ালে সব সময়ই পজিটিভ চরিত্র অর্থাৎ ভালো বাবা কিংবা কাকাদের চরিত্রেই দেখা যায় অভিনেতাকে। আর এরই মধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়াল ‘মাধবীলতা’ (Madhabilata)-র প্রথম প্রমো। আর এই প্রমো আসতেই দেখা গেল নতুন সিরিয়ালে খল চরিত্রে (Villain) অভিনয় করতে চলেছেন কুশল। এই সিরিয়ালে তার চরিত্রের নাম হতে চলেছে পুষ্প রঞ্জন চৌধুরী (Pushparanjan Choudhury)।

   

Kushal Chakraborty

সিরিয়ালের প্রকাশ্যে আসা প্রমোতে দেখা গিয়েছে তার ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে দেখা গিয়েছে  অভিনেতার কপালে লাল তিলক,মুখে চওড়া গোঁফ, এবং  চোখে কালো ফ্রেমের চশমা। এক হাতে সোনার ঘড়ি আর অন্য হাতের সোনার রিসলেট। পরনে  সাদা পাজামা পাঞ্জাবি পায়ে চামড়ার জুতো। এবার  এই নতুন লুকেই ছোট পর্দা কাঁপাতে আসছেন সত্যজিৎ রায়ের সোনার কেল্লার মুকুল। তবে এই প্রথম নয় ইতিপূর্বে ‘জড়োয়ার ঝুমকো’ এবং ‘একদিন প্রতিদিন’ সিরিয়ালে ভিলেন হয়েছিলেন কুশল।

কুশল চক্রবর্তী,Kushal Chakraborty,খল চরিত্র,Villainমাধবীলতা,Madhabilata,পুষ্প রঞ্জন চৌধুরী,Pushparanjan Choudhury

বহু বছর পর আবার ভিলেনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে অভিনেতা নিজে দারুন উচ্ছসিত। এই  সিরিয়ালটির চিত্রায়ণের দায়িত্বে রয়েছেন প্রযোজক,চিত্রনাট্যকার স্নেহাশীষ চক্রবর্তী। প্রসঙ্গত নতুন সিরিয়াল নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি মনে করেন আগেকার দিনে সিরিয়ালে যেমন ধরনের খল চরিত্র দেখা যেত এখনকার দিনে তা আর দেখা যায় না। এখনকার দিনে খল চরিত্র মানেই তার সবকিছু খারাপ। কিন্তু আগেকার দিনে তা হতো না।

কুশল চক্রবর্তী,Kushal Chakraborty,খল চরিত্র,Villainমাধবীলতা,Madhabilata,পুষ্প রঞ্জন চৌধুরী,Pushparanjan Choudhury

আগেকার সিরিয়ালের খল চরিত্রে গুলোর মধ্যেও  ভালো মন্দ মেশানো থাকতো কিন্তু এখন সেটা নেই।  তারপরেও প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ওপর পূর্ণ আস্থা রয়েছে কুশালের। তিনি মনে করেন স্নেহাশীষ ইউনিকভাবেই তৈরি করবেন তার চরিত্র পুষ্পরঞ্জন চৌধুরীকে।অভিনেতা জানিয়েছেন তিনি একসময়  খল চরিত্রে অভিনয় করে লোকজন তাকে সরাসরি প্রশ্ন করেছেন তিনি খারাপ মানুষ কেন হয়ে গিয়েছেন! এছাড়া  অনেকের মধ্যেই ধারণা রয়েছে খল চরিত্রে অভিনয় করতে গিয়ে যেহেতু অভিনেতাদের ওপরেও অনেকসময় মানসিক চাপ পড়ে তাই হয়তো এই চরিত্রের অভিনেতাদের বেশি পারিশ্রমিক দেওয়া হয়। এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন এই ধারণা একেবারে ভুল ভিলেনরা  কখনোই বেশি টাকা পান না।

site