গত ৯ ই অক্টোবর মা হন পূজা ব্যানার্জি (Puja Banerjee), আর দেখতে দেখতে কৃশিবের বয়স এখন ৫ মাস। দিন কয়েক আগেই অন্নপ্রাশন ও হয়েছে খুদের৷ শিব রাত্রির দিনেই কেক কেটে কৃশিবের ৫ মাসের জন্মদিন পালন করেছিলেন পূজা, কুণাল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করেছিলেন দম্পতি।
এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। এখন ছটফটে ছোট্ট খুদেকে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। প্রায়শই কৃশিবের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় পূজাকে।
কৃষ্ণ আর শিবের মিশেলে অভিনেত্রী ছেলের নাম রেখেছিলেন কৃশিব। ছেলে জন্মানোর পর ক্যাপশনে সেই কথা উল্লেখ করে পূজা লেখেন, ‘হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।’
যত বড় হচ্ছে ততই দুষ্টুমি বাড়ছে খুদের, তাকে সামলাতে কার্যত হিমশিম খেয়ে যান পূজা – কুনাল। কদিন আগেই কৃশিবকে খাওয়ানোর ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছেলেকে খাওয়াতে গিয়ে এক্কেবারে কালঘাম ছোটার জোগাড় হল অভিনেত্রীর। সারামুখে ভাত মাখিয়ে একাকার কান্ড তার। খেতে না চাওয়ার জেদ তো আছেই। সেই সময় ছেলের মন ভোলাতে রীতিমতো নাচতে শুরু করেন কুণাল। যা দেখে বেশ মজা পেয়েছে কৃশিবও। তবে অভিনেত্রী এই মজার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ” কবে যে তুমি নিজে খেতে শিখবে”।
View this post on Instagram
আজ আবার ছেলেকে কোলে নিয়ে উত্তাল নাচলেন পূজার স্বামী কুণাল। আর বাবার কান্ড দেখে অদ্ভুত মুখভঙ্গি করেছে খুদে, সেই দেখে হেসে খুন নেটবাসী। যদিও এই মিষ্টি ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়।