‘প্রজাপতি’ (Projapoti) নিয়ে চর্চা যেন কিছুতেই থামতে চাইছে না। গত বছর বড়দিনে রিলিজ করেছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev) অভিনীত এই ছবি। একদিকে যেমন বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এই সিনেমা, তেমনই আবার বিতর্কের মধ্যমণিও হয়ে উঠেছে এই ছবি। ছবিতে কোনও রকম রাজনৈতিক প্রেক্ষাপট না থাকলেও এই ছবিটি ঘিরে রাজনৈতিক তরজার সৃষ্টি হয়েছে। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) একটি মন্তব্যের পর থেকেই যাবতীয় তরজার সূত্রপাত।
সম্প্রতি ফের একবার সেই বিষয়টিকেই আরও খানিকটা উস্কে দিলেন তিনি। আসলে দেব-মিঠুনের সিনেমা সরকারি সিনেমা হল নন্দনে শোটাইম পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়নি। এসবের মাঝেই ‘মহাগুরু’ মিঠুনকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন কুণাল।
কুণালের কথায়, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী নাকি অভিনয় পারেন না! তাঁর কথার পরিপ্রেক্ষিতে ‘মহাগুরু’ও তাঁকে ‘এলি তেলি গঙ্গারাম’ বলে কটাক্ষ করেন। সম্প্রতি ‘প্রজাপতি’র সাফল্য উদযাপনের জন্য আয়োজিত পার্টিতে কুণালের প্রসঙ্গে তোলা হলে তিনি ফের কটাক্ষ করেন।
মিঠুন বলেন, ‘খুশির দিন জীবনে খুব কম আসে। আজ একটা আনন্দের দিন। আজকের এই দিনে গঙ্গারাম সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না। এই এলি তেলি গঙ্গারামকে সরাও ইয়ার’। এরপরই পাল্টা দেন কুণাল। সামাজিক মাধ্যমে ‘বালুকাবেলা ডট কম’ ছবির একটি ক্লিপিংস শেয়ার করে তিনি মিঠুনকে ‘লাউডগা’ বলে কটাক্ষ করেন।
প্রসঙ্গত, কুণাল প্রযোজিত এই সিনেমায় একটি ক্যামিও রোলে অভিনয় করেছিলেন মিঠুন। সেই ছবির ক্লিপিংস শেয়ার করেই ‘মহাগুরু’কে একহাত নেন তিনি। কুণাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গঙ্গারাম প্রযোজিত ছবি ‘বালুকাবেলা ডট কম’-এ অভিনেতা লাউডগা’।
কুণালের সংযোজন, এর আগে গঙ্গারামের পরিচালিত একটি সিনেমা শীর্ষ স্থানীয় একটি সংবাদপত্রের টিভির পাতায় ‘নজরকাড়া’ হিসেবে স্বীকৃত হয়েছিল। তার আগে গঙ্গারামের ধারাবাহিকেরও কভারেজ হয়েছিল। তবে গঙ্গারাম এসব দিকে বেশি সময় দেয়নি সাংবাদিকতা ভালোলাগত বলে। অবশ্য বহু সিনেমা ও নাটকের কভারেজ, বিশ্লেষণ সে করেছে। প্রসঙ্গত, ‘প্রজাপতি’ নিয়ে চলতে থাকা এই বিতর্ক যেমন থামার নাম নিচ্ছে না, তেমনই বক্স অফিসে ছবির রাজত্বও কিন্তু সমানতালে চলছে। রিলিজের মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৭ কোটিরও বেশি আয় করে ফেলেছে দেব-মিঠুনের সিনেমা।