• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনুকে হটিয়ে সালমান! সরব হয়েছিলেন কুমার শানু, নেটপাড়া বলছে সালমান খান হলেন আস্ত গিমিক

Published on:

salman

বলিউড সুপারস্টারদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা হলেন সালমান খান (Salman Khan)। তাঁর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ অভিনয় জীবনে শুরু থেকে আজ অবধি দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি আরও নানা ভাবে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হল গান।

ইতিমধ্যেই সিনেমাতেও গান গেয়েছেন সকলের প্রিয় ভাইজান। তার গানের অ্যালবামও রয়েছে। এমনিতে ইন্ডাস্ট্রিতে গায়ক সোনু নিগমের(Sonu Nigam) সাথে সালমান খানের সম্পর্ক আদায় কাঁচকলায়। একবার এক সিনেমায় গায়ক সোনু নিগমকে সরিয়ে দিয়ে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল সালমান খানকে। যা নিয়ে সরব হয়েছিলেন বর্ষীয়ান গায়ক কুমার শানু (Kumar Shanu)।

Salman Khan,সালমান খান,Sonu Nigam,সোনু নিগম,Kumar Shanu,কুমার শানু,Music,মিউজিক

সোনু নিগমের সমর্থনে এগিয়ে এসেছিলেন তিনি। বিষয়টি সম্পর্কে জানতে পারা মাত্রই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন ‘এইভাবে সরিয়ে দেওয়ার ঘটনা সিনেমায় হয়। একজন বিরোধের সরিয়ে দিলাম, আর এক হিরোকে নিয়ে নিলাম। গানের জগতে এসব হয় না। তাছাড়া সোনু নিগম ভালো গায়ক।’ তাছাড়া তিনি বলেন ‘সালমান নিশ্চয়ই সোনুর থেকে ভালো গান করেন না।’

Salman Khan,সালমান খান,Sonu Nigam,সোনু নিগম,Kumar Shanu,কুমার শানু,Music,মিউজিক

আত্মপক্ষ সমর্থন করে মুখ খুলেছিলেন খোদ সোনু নিগমও। তিনি বলেছিলেন ‘আগে অভিনেতারা সঙ্গীত জগতে আসলেও তাঁরা শিখতে আসতেন। গানের ওই পরিবেশটা উপভোগ করতেন। কারও সমালোচনা করতে যেতেন না। সে সময় আর ডি বর্মনের সামনে ওনার মতো জ্ঞানী লোকরাই কথা বলতেন। অজ্ঞ লোকেরা কখনও বসে জ্ঞান দিতেন এটাই পার্থক্য।’

Sonu Nigam to Salman Khan

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যেখানে উঠে এসেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। সেখানে ক্ষোভে ফুঁসছেন সোনু ভক্তরা। কেউ লিখেছেন ‘সালমান একজন আস্ত গিমিক ।’ আবার কারও মতে ‘ওকে এত গুরুত্ব দেওয়ার কি আছে?সব জায়গাতেই শুধু নাক গলায়। ‘ তো সালমান ভক্তদের কেউ কেউ লিখেছেন ‘প্রত্যেকের গান গাওয়ার নিজস্ব স্টাইল থাকে। সালমান একজন ভালো গায়ক।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥