• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাপ্পী লাহিড়ীর পর গানের জগতের হাল ধরছেন কুমার শানু! গান গাইলেন বাংলাদেশের মিউজিক ভিডিওতে

Published on:

কুমার শানু,বাংলাদেশ,Bangladesh,মিউজিক ভিডিও,Music Video,চল আরো এক বার,Chol Aro Ekbar,Kumar Sanu

চলতি মাসের শুরু থেকেই একের পর এক নক্ষত্র পতন হয়েছে ভারতীয় সঙ্গীত জগতে। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) পর বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri), সুরের জগতে একের পর এক কিংবদন্তির প্রয়াণে তৈরি হয়েছে এক গভীর ক্ষত। তারপর থেকেই শূন্য হয়ে পড়ে রয়েছে সঙ্গীত জগতের মুকুটহীন সিংহাসন। এই ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয়। কিন্তু কালের নিয়মেই এগিয়ে চলে সবকিছু।

তাই এবার গানের জগতের এই বিরাট সাম্রাজ্যের হাল ধরার কাজে এগিয়ে আসছেন ভারতের জনপ্রিয় ‘মেলডি কিং’ কুমার শানু (Kumar Sanu)। দীর্ঘ কেরিয়ারে একের পর এক সুপার ডুপার হিট গান উপহার দিয়ে রাজ করছেন অসংখ্য অনুরাগীদের মনের মণিকোঠায়। এবার তাঁর হাত ধরেই হতে চলেছে দুই বাংলার গানের মেলবন্ধন। শোনা যাচ্ছে এবার বাংলাদেশের মিউজিক ভিডিওর জন্য গান গাইলেন ভারতের এই ‘লিভিং লেজেন্ড’।

কুমার শানু,বাংলাদেশ,Bangladesh,মিউজিক ভিডিও,Music Video,চল আরো এক বার,Chol Aro Ekbar,Kumar Sanu

নয়, নয় করে প্রায় ৬ বছর পর আবারও বাংলাদেশের মিউজিক ভিডিওর (Bangladeshi Music Video) জন্য গান গাইলেন কুমার শানু। তাঁর গাওয়া এই গানটির নাম ‘চল আরো এক বার’ (Chol Aro Ekbar)। উল্লেখ্য এই গানটির গীতিকার এবং সুরকার হলেন পল্লব গৌতম (Pallav Gautam)। এছাড়া মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম.এইচ.রিজভি (M.H.Rizbhi)। অন্যদিকে ভিডিওটির কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছেন শুভাশিস (Shubhashish)।

মিউজিক ভিডিওতে কুমার শানুর সাথেই দেখা যাবে রিজভি (Rizbhi) ও প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় (Priyanka Mukherjee)-কে। প্রসঙ্গত মিউজিক ভিডিওটি বাংলাদেশের হলেও সমস্ত শুটিং হয়েছে ভারতের মানালির মনোরম প্রাকৃতিক পরিবেশে। আগামী মাসেই অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই মুক্তি পাবে কুমার শানুর এই মিউজিক ভিডিওটি।

কুমার শানু,বাংলাদেশ,Bangladesh,মিউজিক ভিডিও,Music Video,চল আরো এক বার,Chol Aro Ekbar,Kumar Sanu

জানা গেছে অনুপম মিউজিকের তরফে প্রকাশ করা হয়েছে কুমার শানুর এই মিউজিক ভিডিওটি। তবে এই প্রথম নয় ওপার বাংলার সাথে কুমার সম্পর্ক বহুদিনের পুরনো। গানের জগতে তখনও সেভাবে পরিচিতি পাননি কুমার শানু। তখন বাংলাদেশের শিবলি সাদিক (Shibli Sadiq)পরিচালিত ফিল্ম ‘তিন কন্যা’-র টাইটেল ট্র্যাক গাওয়ার অফার পান কুমার শানু। সে সময় ঊষা উত্থুপ (Usha Uththup) তাকে শানুর কথা বলেছিলেন। বাংলাদেশের এই গানই নাকি দিশা বদলে দিয়েছিল গায়কের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥