• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমে রিজেক্ট হয়ে অপমানিত হয়েছিলেন! আজ তিনি সফল গায়ক কুমার শানু, নিজেই শোনালেন অতীতের কাহিনী

আজও রোম্যান্টিক গান মানে কুমার শানুর (Kumar Shanu) গান আসবেই। ‘এক লাড়কি কো দেখা তো’ থেকে ‘সোচেঙে তুমহে প্যার করে কি নেহি’ প্রেমে পড়া থেকে প্রেমে মন ভাঙার এই গান আজও শ্রোতাদের মন জুড়ে রয়েছে। প্রেম আর প্রেমে ব্যাথা না পেলে কি এমন সুন্দর গান করা যায়! সম্প্রতি নিজের অতীতের কাহিনী সকলের সাথে শেয়ার করলেন কুমার শানু।

জনপ্রিয় গানের রিয়্যালিটি শো সুপার সিঙ্গার ৩ (Super Singer 3) এর মঞ্চে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু। সম্প্রতি রিয়্যালিটি শোয়ের মঞ্চে ভালোবাসা নিয়ে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের কাহিনী শেয়ার করলেন গায়ক। যা শুনে হয়তো চোখে জল আসতে পারে অনেকেরই। বিয়ে করে পরকীয়ায় জড়িয়েছিলেন কুমার শানু, এরপর প্রেমিকাকে বিয়ে। তবে প্রেমিকার থেকে শেষমেশ জুটেছিল প্রত্যাখ্যান।

   

Kumar Shanu,Super Singer,Love Story,কুমার শানু,সুপার সিঙ্গার,reality show,bengali television,ভারতীয় গায়ক,সুপার সিঙ্গার সিজ়ন ৩,যিশু সেনগুপ্ত,রিয়্যালিটি শো

কুমার শানু প্রথম বিয়ে করেন রিতা ভট্টাচার্যকে তবে বিয়ের পর তিনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রী রিতাকে বিবাহ বিচ্ছেদ দিয়ে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। তাদের দুই  সন্তানও রয়েছে। তবে একসময় প্রেমে পরে এক মেয়েকে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান পেয়েছিলেন কুমার শানু। সাথে শুনতে হয়েছিল কুকথাও। এদিন মঞ্চে যীশু সেনগুপ্তের সাথে সেই স্মৃতি শেয়ার করলেন গায়ক।

Kumar Shanu,Super Singer,Love Story,কুমার শানু,সুপার সিঙ্গার,reality show,bengali television,ভারতীয় গায়ক,সুপার সিঙ্গার সিজ়ন ৩,যিশু সেনগুপ্ত,রিয়্যালিটি শো

শানু জানান, একসময় একটি মেয়েকে বেশ ভালো লাগতো তাঁর। ভালোবেসেই ফেলেছিলেন মেয়েটিকে, এরপর একদিন সাহস করে সোজা প্রেমের প্রস্তাব দেন তিনি। কিন্তু মেয়েটি তাঁর প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিল। আর বলেছিলেন, কুমার শানুকে আমায় চিনিই না। তাছাড়া বিয়ে করে নিলেও তাকে খাওয়ানোর ক্ষমতা হবে না কুমার শানুর। সেদিনের সেই ঘটনা আজও মনে রয়ে গিয়েছে তাঁর।

কুমার শানুর এমন প্রেমে প্রত্যাখানের কাহিনী শুনে সঞ্চালক যীশু বলে ওঠে, ‘আজ নিশ্চই সেই মেয়েটিও টেলিভিশনের সামনে বসে আজকের এই বিশেষ পর্ব দেখছে’। তাই তার উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ করা হয় কুমার শানুকে। তখন গায়ক বলেন, ‘সেদিন যদি মেয়েটি আমায় প্রত্যাখ্যান না করত তাহলে হয়তো আজকে আমি কুমার শানু হতাম না। এই কারণে ধন্যবাদ’।

site