• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুমার শানুর ছেলে শুনেই অডিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে! বিস্ফোরক জান কুমার শানু

কুমার শানু,জান কুমার শানু,নেপোটিজম,বিগবস,অডিশন,বলিউড,jaan Kumar shanu,nepotism,kumar shanu,bigg boss

নেপোটিজম (Nepotism) যে বলিউডের একটা জ্বলন্ত বৈশিষ্ট্য তা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরেই আমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তাই অনেকেই বলেন ‘গডফাদার’ (God father) না থাকলে বলিউডে টিকে থাকা কার্যত অসম্ভব। কিন্তু বলিউডে গানের জগতে এই প্রবাদ যে সম্পূর্ণ মিথ্যে তা প্রমাণ করে দিয়েছেন কুমার শানু (Kumar Shanu) পুত্র জান কুমার শানু (Jaan Kumar Shanu)।

আগে সে খুব একটা জনপ্রিয় না হলেও বিগবস ১৪ -তে যাওয়ার পর নিজস্ব পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন জান। তিনি যে বাবার পরিচয়ে চলেননা আগেও তা বারংবার জানিয়েছেন তিনি, নিজের স্বতন্ত্র পরিচয়েই বাঁচতে চান জান। অনেকেই মনে করেছেন বিগবসে তিনি টিকে গেছেন কেবলমাত্র কুমার শানুর জন্য। কিন্তু জান একাধিকবার নেপোটিজম ইস্যুতে মুখ খুলে জানিয়েছেন, বলিউডে নেপোটিজম থাকলেও তাতে তিনি কোনোভাবেই লাভবান হননি।

কুমার শানু,জান কুমার শানু,নেপোটিজম,বিগবস,অডিশন,বলিউড,jaan Kumar shanu,nepotism,kumar shanu,bigg boss

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে ফের জান বলেন, কুমার শানুর পরিচয় সবসময় তাঁর কেরিয়ার তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাবার পরিচয় শোনা মাত্রই একাধিক অডিশন থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এমনকি তার গান টুকু শুনে পর্যন্ত দেখা হয়নি। তার আগেই তার পরচয় শুনেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমন ঘটনাও ঘটেছে বলে অভিযোগ জানের।

জান বলেন, “সকলে ভাবে আমি রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছি তাই আমার কাছে সবই খুব সোজা। সকলে ভেবে নেয় আমার কাছে অনেক কাজ। কিন্তু কেউ এটা বোঝে না যে বিষয়টা আমার কাছেও অনেক কঠিন। বরং কুমার শানুর ছেলে বলেই আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। লোকের ভুল ধারনাটা ভাঙার জন‍্যই আমি পরিশ্রম করছি।”

কুমার শানু,জান কুমার শানু,নেপোটিজম,বিগবস,অডিশন,বলিউড,jaan Kumar shanu,nepotism,kumar shanu,bigg boss

জান এর আগেও জানিয়েছেন তাদের জীবনে বাবার কোনো গুরুত্বই নেই। মা রীতাই তাদের তিন ভাই বোনকে একা মানুষ করেছেন। তাই আগামী জীবনেও বাবার কোনো ছাপ নিজের জীবনে পড়ুক এমনটা চাননা জান। বিগবসের ঘরে আরেক প্রতিযোগী রাহুল বৈদ্যের উদ্দেশ্যে একবার জান বলেছিলেন, ‘আজকে তোমার সন্তান যদি গায়ক হয়ে যায়, তাহলে নেপোটিজম বলবে? জোর করে কাউকে কিছু দিলেই সে চলে না। যার যোগ্যতা আছে সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকে।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥