• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার জোরে চলছে রিয়্যালিটি শো, বাংলা ছবির মাথামুন্ডু নেই! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক কুমার শানু

Published on:

Kumar Shanu opens up about bitter truth of Tollywood and bollywood industry

আজও রোম্যান্টিক গান মানে কুমার শানুর (Kumar Shanu) গান আসবেই। ‘এক লাড়কি কো দেখা তো’ থেকে ‘সোচেঙে তুমহে প্যার করে কি নেহি’ প্রেমে পড়া থেকে প্রেমে মন ভাঙা সবেতেই কুমার শানুর গান আজও প্রাসঙ্গিক। তবে আরও একটা কারণে তাকে নিয়ে চর্চা অব্যাহত, টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) দুই ইন্ডাস্ট্রিতে কাজ করে খ্যাতির পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও কম নেই।

আসলে নিজের মনের কথা স্পষ্টভাবেই বলতে অভ্যস্ত কুমার শানু। যেকারণে বহুবার তাকে বিতর্কে জড়াতে হয়েছে। বর্তমানে আবারও একপ্রকার বিতর্ক শুরু হয়েছে কুমার শানুর করা মন্তব্যে। সম্প্রতি কলকাতায় এক বাংলা ছবির গান ও ট্রেলার রিলিজের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন গায়ক।

Kumar Shanu

যে ছবির গান ও ট্রেলার লঞ্চের জন্য এদিন কলকাতায় এসেছিলেন কুমার শানু সেটি হল ‘টাকার রং কালো’ (Takar Rong Kalo)। এদিন একঝাঁক সংবাদ মাধ্যমের সামনেই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে একেরপর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এদিন তিনি জানান, একসময় অসংখ্য বাংলা ছবির জন্য গান গেয়েছেন তিনি। সেই সমস্ত গান সুপারহিট হয়েছে, কিন্তু বর্তমানে তিনি আর বাংলা ছবি দেখেন না।

কিন্তু কেন? এর উত্তরে কুমার সানুন জানান, এখনকার বাংলা ছবির কোনো মাথামুণ্ডুই নেই। কিছু ছবি এমন সিরিয়াস করে দেয় যে রাতের ঘুম উড়িয়ে দে। আর কিছু রোম্যান্টিক ছবির মাথা মুন্ডু কিছুই নেই। এই সমস্ত কারণেই আর বাংলা ছবি দেখেন না তিনি।

Kumar Shanu,Tollywood,Bollywood,Bollywoo Lobbybaji,Kumar Shanu opens up on Tollywood,Reality of Reality Shows,কুমার শানু,টলিউড,বলিউড,ইন্ডাস্ট্রির  নোংরামো,রিয়্যালিটি শো,টাকার জোরে  চলে রিয়্যালিটি শো,টলিউড ইন্ডাস্ট্রির নোংরামি,সারেগামাপা,Saregamapa

তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় গানের রিয়্যালিটি শো থেকে রিমিক্স গণকেও কটাক্ষ করেছেন তিনি। কেন পুরোনো গান রিমেক করা হচ্ছে? যারা সংগীত পরিচালনা করছেন তারা কি কনটেম্পোরারি কিছুই পাচ্ছেন না? বর্তমানে নতুন গানের হেকে  পুরোনো গান নিয়ে সেটাকে রিমেক করা হচ্ছে অনেক সহজেই। শুধু নাচানাচি করলেই তো গান হয়ে যায় না! গান বা মিউজিক একটা থেরাপির মত।

আর বর্তমানে রিয়্যালিটি শোয়ের প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। কুমার শানু বলেন, ‘আগেও প্রতিযোগিতা হত, তবে সেটা সুস্থ প্রতিযোগিতা ছিল। এখন রিয়্যালিটি শো টাকার জোরে চলছে। কেউ বাজার করে দিচ্ছে, কেউ রেশন এনে দিচ্ছে তো কেউ আবার বড়সড় উপহার দিচ্ছে। এইসবের ওপর নির্ভর বর্তমানে রিয়্যালিটি শো।

তবে শুধুমাত্র টলিউড নয় বলিউডকেও দুষতে ভোলেননি তিনি। বললিউডেও যে লবিবাজি রয়েছে সেটা স্বীকার করেছেন তিনি। তবে সাথে একথাও বলেন যে যদি প্রতিভা থাকে তাহলে সেটাকে হাজার চেষ্টা করলেও দমিয়ে রাখা যায় না। যেমন এখনও গান গেয়ে চলেছেন কুমার শানু নিজে। আর কিছু গান এমন রয়েছে যেটা তাকে দিয়েও গাওয়াতে হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥