আমাদের দেশের অন্যতম কিংবদন্তি গায়ক হলেন কুমার শানু (Kumar Sanu)। কোনো রকম প্রশিক্ষণ না নিয়েই একসময় শুধুমাত্র কিশোর কুমারের গান শুনেই গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন কুমার শানু। আর আজ তিনি দেশের অন্যতম অভিজ্ঞ সঙ্গীতশিল্পী। দেশের বড় বড় গানের রিয়ালিটি শোগুলিতে তাঁর উপস্থিতিতে আলোকিত হয় বিচারকের আসন।
আমাদের রাজ্যের এমনই একটি জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান হল ‘সুপার সিঙ্গার ৩’। চলতি বছরে এই অনুষ্ঠানের বিচারকদের আসন রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু (Kumar Sanu), সোনু নিগম (Sonu Nigam) এবং কৌশিকী চক্রবর্তী (Koushiki Chakraborty)। করোনা আবহের মধ্যেই সমস্ত প্রটোকল মেনে শুরু হয়েছে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো।
চলতি সিজনেও এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এবছর এই সিজনে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীদের মধ্যে বয়সের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তবে প্রত্যেকের বয়স ন্যূনতম ১৮ বছর হওয়াটা বাঞ্ছনীয়।
তবে এ বছর প্রতিযোগিতদের মধ্যে রয়েছে ব্যাপক কম্পিটিশন। বিচারকদের মতে এবারের প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। আর সেই কারণেই কাকে রেখে কাকে বাদ দেবেন তা বাছাই করতে গিয়ে রাতের ঘুম উড়তে বসেছিল অনুষ্ঠানের বিচারকদের। অন্যদিকে চ্যানেল কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, শো এগিয়ে নিয়ে যেতে হল কাউকে না কাউকে বাদ দিতেই হবে।
View this post on Instagram
উল্লেখ্য উৎসব প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই দুর্গা পুজা শেষ হতেই এসে গিয়েছে কালীপুজোর আমেজ। আর এবার সেই আমেজই ধরা পড়তে চলেছে সুপার সিঙ্গার ৩ -র মঞ্চে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা কুমার শানুর গলায় শোনা যাচ্ছে ভক্তিগীতি ‘আমার সাধ না মিটিল।’ যা শুনে দারুন উচ্ছসিত কুমার শানুর ভক্তরা।