ভারতের সঙ্গীত দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র হলেন কুমার শানু (Kumar Sanu)। তিনি যে কত আইকনিক গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। তাঁর সুরেলা কণ্ঠে আজও মোহিত কোটি কোটি শ্রোতা। বাংলার গর্ব, আবেগ- সবকিছুই আবর্তিত হয় তাঁকে কেন্দ্র করে। তবে এই গায়কের (Singer) জীবনেই এমন অনেক অজানা ঘটনা রয়েছে যে বিষয়ে অনেকেই হয়তো জানেন না। শানুর নিজের ছেলে জান (Jaan Kumar Sanu) এই বিষয়ে একবার মুখ খুলেছিলেন।
জান নিজের বাবাকে নিয়ে সেদিন যা বলেছিলেন তা শুনে অবাক হওয়া ছাড়া উপায় নেই। বলিউডে পা রাখার পর রীতা ভট্টাচার্যের (Rita Bhattacharya) সঙ্গে সাত পাক ঘুরেছিলেন কুমার শানু। বেশ সুখেরি সংসার করছিলেন দু’জনে। জন্ম হয় তাঁদের দুই ছেলে জেসি এবং জিকোর। তবে জান যখন তাঁর মায়ের গর্ভে ছিলেন তখন থেকেই সমস্যার সূত্রপাত।
শানু-পুত্রের কথা, তাঁর মা রীতা যখন তাঁকে নিয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তখনই স্ত্রীকে ছেড়ে চলে যান শানু। শুধু স্ত্রীকে ছেড়ে দেওয়াই নয়, গায়ক নাকি ঘর অবধি ছেড়ে দিয়েছিলেন। জানের কথায়, তাঁর কাছে তাঁর মা এবং বাবা দু’জনেই হলেন রীতা। কুমার শানুর সঙ্গেও ছোট ছেলের সম্পর্ক অম্লমধুর।
বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে জান বলেন, ‘আমার কাছে মা এবং বাবা দু’জনেই হল আমার মা। আমায় যদি ভালোবাসার সংজ্ঞা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলব আমি আমার মায়ের মতো। আমার মতেও, একজনের সঙ্গেই ভালোবাসা হওয়া উচিত’। জানের সংযোজন, ‘আমার মা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন ওঁদের বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে মা একা আমায় মানুষ করেছে’।
জানের কথা শোনার পর অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কেন অন্তঃসত্ত্বা স্ত্রী এবং সংসার ছেড়েছিলেন কুমার শানু? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, সেই সময় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে নাম জড়িয়েছিল গায়কের।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩ বছর নাকি মীনাক্ষীর সঙ্গে সম্পর্কে ছিলেন শানু। স্বামীর পরকীয়া সহ্য করতে পারেননি রীতা। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অপরদিকে মীনাক্ষীও ব্যাঙ্ককর্মী হরিশ মাইসোরের সঙ্গে সাত পাক ঘুরে ফেলেন। যদিও তাতে থেমে যায়নি শানুর জীবন। এরপর সলোনি ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। এখন তাঁর সঙ্গেই সুখে সংসার করছেন গায়ক। দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ভরা সংসার শানুর।