• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুকুমণির অসাধ্যসাধন! ধাপার ফুলকপি শাশুড়িকে স্কুটিতে বসিয়ে অফিসে পাঠাল খুকু, রইল ভিডিও

বাঙালি মাত্রেই ভোজনরসিক। তাই খাওয়া দাওয়া নিয়ে বরাবরই দারুন উৎসাহী থাকে বাঙালি। আর যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে হোমডেলিভারি অর্থাৎ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি। কিছুদিন আগেই এই বিষয়টিকে কেন্দ্র করেই শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি (khukumoni Home delivery)।

সিরিয়ালে মুখ্য চরিত্র খুকুমণির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)-কে। সিরিয়ালের শুরু থেকেই খুকুমণির ডায়লগ থেকে মারধোর করার স্টাইল সবটাই নজর কেড়েছে সিরিয়াল প্রেমীদের। বিশেষ করে খুকুমণির ‘পেঁপে দিয়ে চেপে’ ডায়লগ রীতিমত ভাইরাল হয়ে পড়েছিল সর্বত্র।

   

খুকুমণি হোম ডেলিভারি,Kukumoni Home Delivery,খুকু,Khuku,বিহান,Bihan,নিপা,Nipa,ভিডিও,Video,ভাইরাল,Viral

এই সিরিয়ালের নায়ক বিহানের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল মজুমদার।ইতিমধ্যেই চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে বিহানের খুকুমণির। এরপর সমস্ত বাধা বিপত্তি জয় করে রাজপুত্তুর বিহানের সাথেই ফিরে এসেছে দেব বাড়িতে। সেখানে বিহানের সৎ মা নিপা ছাড়াও আরও অনেকেই আছেন যারা একেবারে পছন্দ করেন না খুকুকে।

মানসিক ভাবে অসুস্থ বিহানের সাথেও খারাপ ব্যবহার করে সবাই। তাই রাজপুত্তুর জীবনে ঢাল হয়ে এসেছে খুকু। তার খাওয়া দাওয়া থেকে মন ভালো রাখা সব কিছুর দায়িত্ব নিয়েছে খুকু। শুরু থেকেই এই সিরিয়াল দর্শকমহলে দারুন জনপ্রিয়। তবে ট্রোলিংও কম হয় না এই সিরিয়াল নিয়ে। তবে সেই সাথে একটা বড় অংশ এই সিরিয়ালের দারুন ফ্যান।

খুকুমণি হোম ডেলিভারি,Kukumoni Home Delivery,খুকু,Khuku,বিহান,Bihan,নিপা,Nipa,ভিডিও,Video,ভাইরাল,Viral

তাই দর্শকদের ভালোবাসায় এখন প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেও ভালোই রেজাল্ট করে এই সিরিয়াল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের এক মজার প্রমো ভিডিও। এই ভিডিও তে দেখা যাচ্ছে, ধাপার ফুলকপি, ফুলটুসি শ্বাশুড়ি নিপা কে নিজের হোম ডেলিভারি স্কুটিতে চাপিয়ে অফিসে পৌঁছে দিচ্ছে খুকু। এই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে।