• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুপুরে গরম ভাতের সাথে খান সুস্বাদু কুচো চিংড়ি মাছের বড়া, রইল সহজ রেসিপি

Published on:

Kucho Chingrir Bora Recipe কুচো চিংড়ির বড়া রেসিপি

মাছে ভাতে বাঙালির এমনিতেই মাছ বেশ পছন্দের। তবে মাছের পাশাপাশি চিংড়িও কিন্তু বেশ পছন্দ অনেকের। যেকোনো খাবারে চিংড়ি দেওয়া গেলেই খাবারের স্বাদ পাল্টে দেওয়া যায় খুব সহজেই। এই যেমন একঘেয়ে শাক রান্না খেতে ভালো লাগছে না শুধুমাত্র কিছু কুচো চিংড়ি ভেজে ছড়িয়ে দিন। তাহলেই দেখবেন চেনা স্বাদের শাকও সুস্বাদু লাগবে। আজ আপনাদের জন্য কুচো চিংড়ির বড়া তৈরী রেসিপি (kucho chingrir bora recipe) নিয়ে হাজির হয়েছি।

দুর্দান্ত এই রেসিপি যেমন তৈরী করা সহজ তেমনি গরম ভাতের সাথে খেতেও দারুন লাগে। তাহলে আর দেরি কিসের একঘেয়ে মেনুতে নতুন কিছু আনতে আজই রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলুন এই চিংড়ি মাছের বড়া। আর শুধুই যে দুপুরের ভাতের সাথে এটা খাওয়া যাবে তা কিন্তু নয়। চাইলে বিকালের চায়ের সাথেও মুচমুচে চিংড়ির বড়া খেতেই পারেন।

কুচো চিংড়ি মাছের বড়া

চিংড়ির বড়া তৈরী রজনী প্রয়োজনীয় উপকরণঃ 

১. কুচো চিংড়ি
২. মুসুরডাল বাটা, চালের গুঁড়ো
৩. কালো জিরে, হলুদ গুঁড়ো
৪. আদাবাটা, রসুন বাটা
৫. কাঁচালঙ্কা কুচো, পেঁয়াজ কুচি
৬. পরিমাণ মত নুন
৭. সরষের তেল
৮. স্বাদের জন্য চিনি

চিংড়ির বড়া তৈরী পদ্ধতিঃ 

➥ বাজার থেকেই কুচো চিংড়ি বেছে নিয়ে আসতে হবে। এরপর সেগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

➥ এবার অন্তত ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখা মুসুরডাল মিক্সিতে বেটে নিতে হবে।

কুচো চিংড়ি মাছের বড়া

➥ এরপর একটা পাত্রে ডাল বাটা, চালুর গুঁড়ো, কালো জিরে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মত নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

➥ ওই মিশ্রনের মধ্যে চিংড়িগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

কুচো চিংড়ি মাছের বড়া

➥ এবার কড়ায় সরষের তেল দিয়ে গরম হলে বড়ার মত করে চিংড়ি তেলে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে।

কুচো চিংড়ি মাছের বড়া

➥ এপিঠ ওপিঠ করে মুচমুচে করে ভেজে নামিয়ে তেল ঝরিয়ে নিলেই তৈরী সুস্বাদু কুচো চিংড়ি মাছের বড়া

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥