ইদানিং সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না সিরিয়ালের পোকা দর্শকরা। তাই পছন্দের টিভি সিরিয়াল দেখা এখনকার দিনে দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। আর এখন তো সপ্তাহের সতটা দিন ধরেই চলতে থাকে একের পর এক সিরিয়াল। তবে এখন শুধু রাজ্য নয় ,রাজ্যের গন্ডি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা।
যার ফলে এখন বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের রিমেক (Remake) তৈরির প্রবণতা। যদিও বাংলা সিরিয়ালের রিমেক তৈরির বিষয়টি নতুন কিছুই নয়। ইতিপূর্বে ‘মিঠাই’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’,’খুকুমণি হোম ডেলিভারি’ থেকে শুরু করে ‘আলতা ফড়িং’ বাংলার একাধিক বাংলা সিরিয়ালের হিন্দি সহ বিভিন্ন ভাষায় রিমেক তৈরি হতে দেখা গিয়েছে।

এবার কেউই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন নাম। এবার স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়ার’ (Gantchora) হিন্দি রিমেক (Hindi Remake) তৈরী হতে চলেছে। এই সিরিয়ালের কলাকুশলীদের জন্য যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের একটি বিষয়। চমকের শেষ নেই এখনেই, টেলি পাড়ায় জোর গুঞ্জন স্টার প্লাসের আসন্ন সেই হিন্দি সিরিয়ালে নায়ক হতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম এক জনপ্রিয় মুখ।

তিনি আর কেউ নন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কি করে বলবো তোমায়’ (Ki kore bolbo tomay) -এর নায়ক কর্ন (Korno) অর্থাৎ অভিনেতা ক্রুশল আহুজা (Krushal Ahuja)। জানা এই সিরিয়ালে তাকে গৌরব চ্যাটার্জী অভিনীত ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে দেখা যাবে। যদিও এই সিরিয়ালের আগেই ক্রুশল ডেবিউ করে ফেলেছেন হিন্দি সিরিয়ালে। কিছুদিন আগেই জি টিভির পর্দায় শেষ হয়েছে তার প্রথম হিন্দি সিরিয়াল ‘রিসতো কা মাঞ্ঝা’।

প্রসঙ্গত এই সিরিয়ালটিও ছিল একটি বাংলা সিরিয়ালের হিন্দি রিমেক। এমনিতে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল খুব তাড়াতড়ি বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন ক্রুশল। শোনা গিয়েছিল বাংলার বেশ কয়েকটি লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকেও অফার পেয়েছিলেন তিনি। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় আবারও হিন্দি সিরিয়ালেই ফিরছেন ক্রুশল।প্রসঙ্গত কিছুদিন আগেই বড় পর্দায় শ্রাবন্তী এবং দিতিপ্রিয়ার সঙ্গে নিজের প্রথম ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা। সেই ছবি পরিচালনা করেছেন রবিন নাম্বিয়ার।