• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতের হাওয়ার উড়ছে আদ্রিজার মিনিস্কার্ট! গোয়ায় সিরিয়ালের কর্ণের সাথে রোমান্সে মত্ত অভিনেত্রী

Adrija roy Krushal ahuja

জি বাংলা (Zee Bangla) -এর জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ এর কর্ণ ওরফে ক্রুশাল আহুজা (Krushal Ahuja), এবং টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy) যে অনেকদিন ধরেই ডুবে ডুবে জল খাচ্ছেন তা আর জানতে বাকি নেই কারোরই। এতদিন রাখ ঢাক গুর গুর থাকলেও এখন প্রকাশ্যে জমিয়েই প্রেম করছেন তারা।

অদ্রিজা রায় adrija roy

গত ২৫ শে ডিসেম্বর যখন টলিপাড়া ব্যস্ত ক্রিসমাস সেলিব্রেশনে, চুপু চুপি গোয়াতে পারি দিয়েছেন এই মিষ্টি জুটি। যদিও এই মুহুর্তে দুইজনেই গোয়াতে থাকলেও এখনও পর্যন্ত একসাথে একটিও ছবি শেয়ার করেননি তারা৷ তাই বলাই বাহুল্য, এখনও সকলের থেকে সম্পর্ক নিয়ে গোপনীয়তাই বজায় রাখতে চাইছেন এই তারকা জুটি৷ কিন্তু দুজনের ইন্সটা হ্যান্ডেলে একই জায়গার ছবি দেখে কারোরই আর দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় লাগেনি।

krushal ahuja adrija roy

সম্প্রতি অদ্রিজা ফের একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গোয়ার সমুদ্র সৈকতে নীল মিনিস্কার্ট পরে উষ্ণতা ছড়ান আদ্রিজা রায়। হাওয়ায় উড়ে যাচ্ছে তার স্কার্ট, দোলা লাগছে চুলেও। তবে বেড়াতে গিয়ে বেশ খুশি অদ্রিজা। ফুরফুরে মেজাজে একের পর এক ছবি ভিডিও পোস্ট করে চলেছেন আদ্রিজা। ক্যামেরার নেপথ্যে যে তার মনের মানুষ ক্রুশালই তা বুঝতেও অসুবিধা হয়নি নেটিজেনদের।


সোশ্যাল মিডিয়াতে উভয়েই বেশ সক্রিয়। নিজেদের ছবি থেকে কাজের ছবি এমনকি ঘুরতে গেলে সেই সমস্ত ছবি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এবার গোয়াতে গিয়েও তার ব্যতিক্রম হয়নি। আর এখানেই ধরা পরে গিয়েছে মিয়া বিবির প্রেম কাহিনী। অভিনেতা ক্রুশাল ও অভিনেত্রী অদ্রিজা দুজনেই গোয়াতে নিজেদের ছুটি কাটানোর কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। আর তা থেকেই স্পষ্ট দুজনেই একসাথে আছে গোয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥