গত এক দশক ধরে এদেশের সিনেপ্রেমী মানুষরা ‘কৃষ ৪’র (Krrish 4) জন্য অপেক্ষা করছেন। ঋত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত এই ছবি কবে রিলিজ করবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলেই যাচ্ছে। কিন্তু নির্মাতারা এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন। অবশেষে ঋত্বিক গত বছর জানান, শীঘ্রই আসতে চলেছে ‘কৃষ ৪’। এবার এই ছবিটি ঘিরে আরও একটি বড় আপডেট সামনে এসেছে, যা শোনার পর নিঃসন্দেহে মন ভালো হয়ে যাবে সকলের।
বলিউডের ‘গ্রিক গড’ ঋত্বিক অভিনীত ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। ‘কোই মিল গয়া’র হাত ধরে এই ফ্র্যাঞ্চাইজির পথচলা শুরু হয়েছিল। এরপর এসেছে ‘কৃষ’ এবং ‘কৃষ ৩’। তবে ‘কৃষ ৩’ রিলিজের পর মাঝখানে কেটে গিয়েছে এক দশক। ‘কৃষ ৪’ নিয়ে কিছু বলেননি নির্মাতারা। অবশেষে জানা গেল, কবে থেকে শ্যুটিং শুরু করতে পারেন ঋত্বিক। পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির পরিচালকের (Director) নামও।
পর্দার ‘কৃষ’ তথা ঋত্বিক এই মুহূর্তে ‘ফাইটার’এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নায়িকা হিসেবে দেখা যাবে, দীপিকা পাড়ুকোনকে। ‘ফাইটার’এর কাজ শেষ হলে ‘ওয়ার ২’র কাজ শুরু করবেন ঋত্বিক। এই ছবিটি পরিচালনা করবেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জি।
শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’র কাজ শেষ হওয়ার পর ‘কৃষ ৪’এর কাজ শুরু করতে পারেন ঋত্বিক। পাশাপাশি শোনা যাচ্ছে, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলির মতো এই ছবির পরিচালনা ঋত্বিকের বাবা রাকেশ রোশন করবেন না। বরং অভিনেতা তাঁর ‘অগ্নিপথ’ (Agneepath) ডিরেক্টরের সঙ্গে জুটি বাঁধবেন।
ঋত্বিক রোশন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি পরিচালনা করেছিলেন করণ মলহোত্রা (Karan Malhotra)। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’র নির্দেশনাও তিনিই করবেন। একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মাধ্যমে একথা জানা গেলেও, ‘কৃষ ৪’ নির্মাতারা, ঋত্বিক অথবা করণ এই বিষয়ে কিছু বলেননি।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ‘কৃষ ৪’র শ্যুটিং শুরু হতে এখনও বেশ অনেকটা সময় বাকি আছে। শোনা যাচ্ছে, ‘ফাইটার’, ‘ওয়ার ২’র কাজ শেষ করে এই ছবিতে হাত দেবেন অভিনেতা। তাই চলতি বছর এই ছবি রিলিজের সম্ভাবনা একেবারেই নেই। আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৫ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করতে পারে ‘কৃষ ৪’।