• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডকে বাঁচাতে আবেদন জানাচ্ছেন কেআরকে! কার্তিক,বরুন,হৃত্বিককে বললেন এগিয়ে আসতে

এবছর লকডাউন চলাকালীন বলিউডের ভাইজান সালমান খানের (salman khan)বহুপ্রতীক্ষিত ছবি ‘রাধে (radhe)’ রিলিজ হয়েছে।ছবিটি রিলিজ হবার পর ব্যাপক কটাক্ষের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দর্শক মহলে। এমনকি স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে তথা কমল রাশিদ খান(kamal rashid khan)  রাধে ছবিটিকে যাচ্ছেতাই ভাবে কটাক্ষ করেছেন। সমালোচনার পরেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন কেআরকে। তাঁর বিরুদ্ধে সালমান খান মানহানির মামলা করেছেন ইতিমধ্যেই।

এবার গোটা বলিউডকে বাঁচাতে অভিষেক বচ্চন (abhishek bacchan), বরুন ধাওয়ান (barun dhawan) ও কার্তিক আরিয়ানকে (kartik aryaan) সুযোগ দিতে চাইছেন কেআরকে। তিনি সোশ্যাল মিডিয়াতে তিন অভিনেতাকে ট্যাগ করে নিজের ছবিতে অভিনয়ের জন্য আবেদন জানিয়েছেন। সাথে বলেছেন, বলিউডকে বাঁচানোর স্বার্থে আমার পরিচালিত ছবিতে অভিনয় করো। তাহলে আমি ছবি সমালোচনা করা ছেড়ে দেব। বলিউডকে বাঁচানোর এটাই নাকি শেষ সুযোগ তার মতে।

   

krk wants to save bollywood asks bollywood actors to act in his film,KRK,Kamal Rashid Khan,Salman Khan,Bollywood,Film Review,Varun Dhawan,Ajay Debgan,Hrithik Roshon,Shahid Kapoor,Kartick Aryaan

সম্প্রতি সামাজিক মাধ্যম টুইটারে একাধিক টুইটের মাধ্যমে কেআরকে এই বার্তা দিয়েছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘আমি ছবির সমালোচনা বন্ধ করে দিতে চাই। আমি সমালোচনা বন্ধ করে দেব যেদিন আমার পরিচালনায় ছবি রিলিজ হবে। এই টুইটের সাথে রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন,হৃত্বিক রোশন,কার্তিক আরিয়ান,আয়ুষ্মান খুরানা, ভারুন ধাওয়ান ও জন আব্রাহামকে ট্যাগ করেছেন। সাথে লিখেছে গোটা বলিউকে সাহায্য করার জন্য প্লিজ!

krk wants to save bollywood asks bollywood actors to act in his film,KRK,Kamal Rashid Khan,Salman Khan,Bollywood,Film Review,Varun Dhawan,Ajay Debgan,Hrithik Roshon,Shahid Kapoor,Kartick Aryaan

এরপরের টুইটে ইমরাহ হাশমি, অজয় দেবগন ও শহীদ কাপুরকেও ট্যাগ করেছেন কেয়ারকে। এরপর শেষ টুইট তিনি আবার লিখেছেন, ‘বলিউডের লোকেদের আরো একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে। তারা আমার ওপর কোর্ট কেস করে আমায় ছবির সমালোচনা করার থেকে আটকাতে পারবে না। আমাকে আটকাতে হবে তাদের অনুরোধ করতে হবে  আর আমার সমালোচনা মেনে নিতে হবে পৃথিবীর সর্বসেরা সমালোচক হিসাবে।

krk wants to save bollywood asks bollywood actors to act in his film,KRK,Kamal Rashid Khan,Salman Khan,Bollywood,Film Review,Varun Dhawan,Ajay Debgan,Hrithik Roshon,Shahid Kapoor,Kartick Aryaan

অবশ্য এই তিনটি টুইট করেই ক্ষান্ত হননি কেআরকে।আরো একটি টুইটে তিনি বলেন, ‘যদি কেউ আমার পরিচালিত ছবিতে অভিনয় করতে না চাও আর আমার সমালোচনা শোনার পরেও, তাহলে তোমরা বলিউডকে ভালোবাসোনা। তাহলে তোমরা এটা চাও যে আমি সমালোচনা করে যায় আর তোমরা এটার মজা নিতে থাকো’। এই ধরণের টুইটের পরেই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে কেয়ারকে। তবে, এপর্যন্ত এই টুইটগুলির কোনো প্রতিক্রিয়া মেলেনি বলি অভিনেতাদের তরফ থেকে।

site