খবরবিনোদন

সেলিব্রিটিদের কাঠি করেই যত ঠাটবাট! KRKকে শিক্ষা দিতে জব্বর ‘বাঁশ’ দিলেন মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ীর সঙ্গে পাঙ্গা, KRK’কে ফের জেলের ঘানি টানাবেন ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতা!

বলিউড (Bollywood) অভিনেতা মনোজ বাজপেয়ীকে (Manoj Bajpayee) প্রকাশ্যে অপমান করেছিলেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। বাকি অনেক অভিনেতার মতো মনোজও সেই অপমানকে বিশেষ পাত্তা দেবেন না বলে হয়তো ভেবেছিলেন তিনি। কিন্তু তেমনটা একেবারেই হল না। বরং ফের একবার জেলের ঘানি টানতে হতে পারে কেআরকে’কে।

বলিউডের চর্চিত ব্যক্তিত্বদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে কেআরকে’র নাম। প্রায় প্রত্যেকদিনই বি টাউনের কোনও না কোনও সেলেবকে নিশানা করেন তিনি। কেআরকের নিশানা থেকে বাঁচতে পারেননি সুপারস্টার শাহরুখ-সলমনও। বিতর্কিত টুইট করে অতীতে বহুবার ফ্যাসাদে পড়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সেই কাজ বন্ধ করেননি ‘দেশদ্রোহী’ অভিনেতা।

KRK

গত বছর যেমন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত মনোজকে একহাত নিয়েছিলেন কেআরকে। প্রকাশ্যেই মনোজকে ‘ড্রাগ অ্যাডিক্ট’ বলেছিলেন তিনি। বিষয়টি একেবারেই চুপ করে মেনে নেননি অভিনেতা। ইন্দোর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এবার জানা গিয়েছে, মনোজের সেই অভিযোগের ভিত্তিতে ইন্দোর কোর্ট কেআরকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কেআরকের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ মে। যদিও কেআরকের উকিল জানিয়েছেন, মনোজ বাজপেয়ীর এই মামলায় তাঁর মক্কেল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেখানেই পরবর্তী শুনানি হবে। কেআরকে নিজে টুইট করে শুনানির দিনক্ষণ জানিয়েছেন।

Manoj Bajpayee and KRK, Manoj Bajpayee defamation case

গত ৯ মার্চ কেআরকে টুইটারে লেখেন, ‘মনোজ বাজপেয়ী মুম্বইয়ে থাকেন। কিন্তু উনি ইন্দোরে গিয়ে আমার নামে মামলা দায়ের কএছেন। এর থেকে প্রমাণিত হয় উনি মুম্বই পুলিশ এবং মুম্বইয়ের আদালতকে ভরসা করেন না। আগামী ২০ মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে’।


প্রসঙ্গত উল্লেখ্য, মনোজকে শেষ দেখা গিয়েছিল ‘গুলমোহর’ ছবিতে। এখন অভিনেতা তাঁর আগামী প্রোজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন। মনোজের হাতে এখন ‘ডেসপ্যাচ’ এবং ‘জোরাম’ নামের দু’টি ছবি রয়েছে।

Back to top button