• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের দুমাসেই প্রেগনেন্ট, সাত মাসে বাচ্চার মা! আলিয়ার মাতৃত্ব নিয়ে নোংরা ইঙ্গিত দিলেন KRK

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা হয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। রবিবার মুম্বাইয়ের এক এলাহী হাসপাতালে জন্ম নিয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়ার মেয়ে। খবর প্রকাশ্যে আসা মাত্রই একপ্রকার উৎসবের মরশুম বি টাউনে। নতুন মাকে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ লক্ষ অনুগামী। কিন্তু এই খুশির সময়েও নোংরামি করতে ছাড়লেন না কামাল আর খান। সদ্য মা হওয়া আলিয়াকে নোংরা কটাক্ষ করলেন KRK।

গতকাল অর্থাৎ রবিবার দুপুর ১২.৪০ দুপুর ১২.৪০ মিনিটে মা হয়েছেন আলিয়া। জন্মদিয়েছেন ফুটফুটে একটি কন্যা সন্তানের। অভিনেত্রীর মা হওয়ার খবর সবার প্রথম জানান দেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে রণলীয়ার জন্য শুভেচ্ছার ঢল নেমে গিয়েছে।

   

Alia Bhatt Ranbir Kapoor Became Parents of baby girl know baby's name and meaning

তবে লক্ষ লক্ষ শুভেচ্ছার ভিড়ে দেখা মিলল এক কটাক্ষের। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই কটাক্ষটা করেছেন বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক কেআরকে। এমনিতেই বলিউডের সাথে কেআরকের সম্পর্ক খুব একটা ভালো নয়। সর্বদাই বি টাউনের ছবিকে তুলোধোনা করতেই ব্যস্ত তিনি। এমনকি ব্রহ্মাস্ত্রকেও ধুয়ে দিয়েছেন। এদিন মা আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, তবে সাথে খোঁচা দিয়েছেন ইঙ্গিতে।

Alia Bhatt,Ranbir Kapoor,KRK,Alia Bhatt baby girl,KRK Trolled alia,Alia mother in 7 months,Bollywood News,কেআরকে,আলিয়া ভাট

টুইটারে এদিন কেআরকে লেখেন, ‘রণবীর কাপুর ও আলিয়া ভাটকে শুভেচ্ছা, সাত মাসের মধ্যে এক সুন্দর কন্যা সন্তানের মা বাবা হওয়ার জন্য’। বোঝাই যাচ্ছে এখানে কোন দিকে ইঙ্গিত করেছেন তিনি। কেআরকের  করা এই নোংরা ইঙ্গিত দেখে অবশ্য চুপ থাকেননি কেউ। নোংরা ইঙ্গিত দেওয়ার জন্য ব্যাপক সমালোচনার স্বীকার হয়েছেন তিনি। এরপরেই সাফাই দিয়ে তিনি আবারও টুইট করেন, ‘বুঝতে পারছি না কেন কিছু বোকা মানুষ এখানে ভাষণ দিচ্ছে। লক্ষ লক্ষ বাচ্চা সময়ের আগে জন্ম নেয় এখন, এটা স্বাভাবিক’।

এমন একটা পরিস্থিতি আসতে পারে এটা হয়তো ভাবতেও পারেননি কেআরকে। তাই সাথে সাথেই সাফাই দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাঁর নোংরামি ইঙ্গিত ততক্ষণে সকলের কাছে স্পষ্ট। এদিকে নেটিজেনদের একাংশ আবার কেআরকের তালেই তাল মিলিয়েছেন।

প্রসঙ্গত, আলিয়া ও রণবীরের বিয়ের দুমাসের মধ্যেই প্রেগনেন্সি ঘোষণা করেন। সেই সময় নেটিজেনদের অনেকের ধারণা ছিল যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। সেই কারণেই হয়তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তারপর দু মাসের মাথাতেই গর্ভবতী হওয়ায় এই নিজে জোর জল্পনা ছড়িয়ে পরে বিটাউনে।

site