বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK) দর্শকদের কাছে বেশ পরিচিত। বলিউড তারকাদের বিষয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্য, বলিউড সিনেমার বিষয়ে করা তাঁর নেগেটিভ রিভিউর বিষয়টি দর্শকদের অজানা নয়। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান হয়ে আমির খান, বলিউডের কোনও তারকাকেই একহাত নিতে ভয় পান না কেআরকে।
বলিপাড়ার সেই বিতর্কিত সমালোচক সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। শুধু তাই নয়, অবসর গ্রহণ করার পর ভারতে এসেই নিজের বিতর্কিত মন্তব্যের সৌজন্যে গ্রেফতারও (Arrested) হয়েছেন তিনি। ২০২০ সালে অক্ষয় কুমার এবং রাম গোপাল ভার্মার বিরুদ্ধে করা টুইটের জন্য কেআরকেকে গ্রেফতার করেছে মালাড পুলিশ।
কেআরকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর টুইটগুলি সাম্প্রদায়িক ধরণের ছিল এবং তিনি বলিউডের তারকাদের নিশানা করেছেন। এই অভিযোগের ভিত্তিকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেআরকে নিজের বিতর্কিত মন্তব্যের কারণে বহুবার ফ্যাসাদে পড়েছেন। গত ২ বছর ধরে তাঁর খোঁজে ছিল পুলিশ। ২৯ আগস্ট দুবাই থেকে এদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়।
তবে গ্রেফতার হওয়ার পরই কেআরকের শরীর বেশ খারাপ হয়েছে। বুকে ব্যথা শুরু হয়েছে রিটায়ার্ড চলচ্চিত্র সমালোচকের। সেই ব্যথার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে তাঁকে। মঙ্গলবার বিকেলে কেআরকে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কেআরকে। আইনজীবিরা জানিয়েছেন, ভারতে হৃদরোগের চিকিৎসা করাতেই ফিরেছিলেন তিনি।
এই বিষয়ে একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘কামাল রশিদ খানকে বুকে ব্যথার জন্য কান্দিভালি এলাকার শতাব্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ২০২০ সালে তাঁর করা কিছু বিতর্কিত টুইটের কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে’।
শোনা যাচ্ছে, বলিউড তারকা, পরিচালকদের থেকে তাঁদের ছবির নেগেটিভ রিভিউ না করার জন্য কোনও টাকা কেআরকে নেওয়ার চেষ্টা করতেন কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। এরই মধ্যে ন্যাশানাল কমিশন ফর উইম্যানও কেআরকের বিরুদ্ধে মহিলাদের অপমান করার গুরুতর অভিযোগ এনেছে বলেও শোনা যাচ্ছে।