• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাদা মনে কাদা নেই, ফ্লপ হবে ‘পাঠান’! তাই বলিউডের বাদশাকে আগে ভাগেই সাবধান করলেন KRK

Published on:

KRK Advised Shahrukh Khan not to do Pathaan movie

বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচকদের মধ্যে একজন হলেন কমাল আর খান তথা কেআরকে (KRK)। মুক্তি প্রাপ্ত প্রত্যেক হিন্দি সিনেমার চুলচেরা বিশ্লেষণ করেন তিনি। কোনও ছবিকে ফুল মার্কস দেন, আমার কোনও ছবিকে একেবারে তুলোধনা করেন। তবে সে যাই হোক না কেন, নিজের বক্তব্য সকলের সামনে রাখতে একেবারেই ভয় পান না কেআরকে। এবার সেই চলচ্চিত্র বিশেষজ্ঞই বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে (Shahrukh Khan) বড় উপদেশ দিলেন।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শামশেরা’কে তুলোধনা করার পর এবার যশ রাজ ফিল্মসের আসন্ন ছবি ‘পাঠান’কে (Pathaan) নিয়ে পড়েছেন কেআরকে। এই ছবিতে অভিনয় করছেন শাহরুখ। কিন্তু হঠাৎই এই ছবি থেকে তাঁকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক। শুধু এটুকুই নয়, তাঁর কথা না শুনলে অতীতের মতোই শাহরুখকে ‘ভুগতে’ হবে বলেও জানিয়েছেন তিনি।

Pathaan

কেআরকে যে শুধু শাহরুখকে উপদেশ দিয়েছেন তাই নয়। তিনি নিজের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। কেন তিনি কিং খানকে ছবিটি থেকে সরে দাঁড়াতে বলেছেন সেকথাও কিন্তু জানিয়েছেন তিনি। আর তাঁর এই বক্তব্য শুনে বেশ চটে গিয়েছেন শাহরুখ অনুরাগীরা।

এই জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক লিখেছেন, ‘আমি শাহরুখ খানকে পরামর্শ দিয়েছিলাম ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ফ্যান’ এবং ‘জব হ্যারি মেট সেজল’ না করার। কিন্তু তাও উনি করেছিলেন এবং ওই তিন ছবিই একেবারে জঘন্য হয়েছিল। আমি আরও একবার ওনাকে পরামর্শ দিচ্ছি ‘পাঠান’ না করার। কারণ এই ছবিটিও একেবারে নিশ্চিত ভাবে জঘন্য হতে চলেছে’।

কেআরকে’র এই ভবিষ্যদ্বাণী নিয়ে শাহরুখ কিছু না বললেও, তাঁর অনুরাগীরা বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেননি। তাঁরা একেবারে ধুয়ে দিয়েছেন চলচ্চিত্র সমালোচককে। একজন যেমন লিখেছেন, ‘তুমি হয়তো আগে অনেকবার ঠিক ছিলে, তবে এবার না। ‘পাঠান’ ব্লকবাস্টার হবে এবং ওপেনিং ৪০ কোটির বেশি হবে। সব মিলিয়ে ছবি ৪০০ কোটির বেশি ব্যবসা করবে’।

KRK suggests Shah Rukh Khan not to do ‘Pathaan’

আর একজন আবার লিখেছেন, ‘‘হ্যাপি নিউ ইয়ার’ বক্স অফিসে সুপারহিট হয়েছিল। আপনার মতো অনেকের খারাপ রিভিউ দেওয়া সত্ত্বেও’। তবে শুধু এই দু’জনই নয়, কেআরকের টুইটের প্রত্যুত্তরে আরও অনেকে তাঁকে ধুয়ে দিয়েছেন।

শাহরুখ দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করতে চলেছেন। ‘পাঠান’ নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। এই ছবিতে ‘কিং খান’এর পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী বছর জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥