• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ন অভিনেত্রী থেকে বলিউড হিরোইন সানি লিওনি, ট্রোল করতে গিয়ে নিজেই পর্নস্টারের তকমা পেলেন KRK

Published on:

KRK slams Sunny Leone gets trolled himself

সামাজিক হোক বা রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে একেবারে সিদ্ধহস্ত হলেন অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কে আর কে অর্থাৎ কমল রশিদ খান (KRK)। সম্প্রতি অর্থাৎ বিগত ১৯ জুলাই পর্নগ্রাফিক কনটেন্ট বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সম্প্রতি একটি টুইট করেছিলেন কেআরকে। সরাসরি রাজ কুন্দ্রাকে উপহাস করে তিনি টুইট করেছিলেন ‘মুম্বাই পুলিশের মতে, রাজ কুন্দ্রা পর্ন ইন্ডাস্ট্রির রাজা হওয়ার পরিকল্পনা করছিলেন। সারা বিশ্বে পর্নের লাইভ স্ট্রিমিং করার পরিকল্পনা ছিল তার। কি দারুন! পরিকল্পনাটির জয় হো কুন্দ্রা ভাইয়া, জয় হো থেকে শিল্পা ভাবী। ‘

KRK,Sunny Leone,কেয়ারকে,সানি লিওনি,Bollywood,KRK slams Sunny Leone gets trolled himself

সেইসাথে তিনি রাজ কুন্দ্রাকে কটাক্ষ করে লেখেন ‘যদি কাওকে পর্ণোগ্রাফি তৈরি করে সংসার চালাতে তাহলে তিনি সবচেয়ে গরিব মানুষ।’ এছাড়াও বলিউড (Bollywood) সম্পর্কে বিদ্রূপ করে অপর তিনি লিখেছিলেন, ‘তবে আমাদের বলিউডও কিন্তু অসাধারণ! দুনিয়া সব খারাপ জিনিস দিয়ে সুসজ্জিত বলিউড!’

KRK slams Sunny Leone gets trolled himself

পাশাপাশি সম্প্রতি কেআরকে-এর তীব্র সমালোচনার মুখে পরেছেন খোদ সানি লিওনি (Sani Leone)। সরাসরি তার নাম উল্লেখ করে কেআরকে টুইট করে লিখেছেন ‘এই মুহূর্তে ভারতে প্রচুর পেশাদার পর্ন তারকা রয়েছে এবং তার একমাত্র কারণ সানি লিওনি। পুলিশ সানি লিওনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়নি, বাকি মেয়েদেরও পর্ন তারকা হওয়ার কোনো ভয় ছিল না। সেইসাথে বলিউডের অনেক মানুষই এরজন্য সমানভাবে দায়ী, যারা সানি লিওনির সমালোচনা না করে তার প্রশংসা করেছেন।’

সোশাল মিডিয়ায় অনেকেই কেআরকের এই টুইট সমর্থন করেছেন। আবার অনেকেই সানি লিওনিকে সমর্থন করে কেআরকে-কে একহাত নিয়েছেন। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন- ‘তিনি আগে একজন পর্ন তারকা ছিলেন কিন্তু আপনি এখনও অশ্লীল।’ এছাড়া আর একজন নেট নাগরিক লিখেছেন ‘ভাইজান, আপনিও মনের দিক থেকে একজন পর্ন তারকা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥