KRK অর্থাৎ কামাল আর খান যিনি সর্বদাই শিরোনামে নিজের জায়গা করে নেন। কেআরকে হলেন একজন প্রযোজক অভিনেতা ও লেখক। বিভিন্ন সময়ে বহুবার তিনি শাহরুখ খান, সলমন খানের মত বড়মাপের অভিনেতাদের নানা কারণে দোষারোপ করেছেন। ২০০৮ সালে “দেশদ্রোহী (Desh Drohi)” ছবি দিয়ে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন কেআরকে। যদিও সেই সময় ছবিটি ফ্লপ হয়েছিল। এরপর আবার তাকে “এক ভিলেন (Ek Villain)” ছবিতে দেখা যায়। “এক ভিলেন” ছবিটি বলিউড বাক্স অফিসে ১০০ কোটিরও বেশি কামাতে সক্ষম হয়।
সম্প্রতি একটি টুইটের জেরে এই কেয়ারকে বর্তমানে আবার শিরোনামে উঠে এসেছেন। তিনি সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে লিখেছেন, ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে। সাথে তিনি নাম নিয়েছেন সালমান খান (Salman Khan), অক্ষয় কুমার(Akshay Kumar) ও শাহরুখ খানের (Shahrukh Khan)। সাথে রয়েছে করণ জোহার (Karan Johar) ও আদিত্য চোপড়া (Aditya Chopra)। আর কেয়ারকের এই টুইটটি বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল। টুইটে কেআরকে বলেছেন, আমার যদি কিছু হয় সেক্ষেত্রে করণ জোহার, সালমন খান, সাজিদ নাদিয়াওয়ালা, অক্ষয় কুমার ও আদিত্য চোপড়া দায়ী হবে।
https://twitter.com/kamaalrkhan/status/1316076530297180160
প্রসঙ্গত কেআরকে এর আগেও সালমন খানের দাবাং ছবিকে উপহাস্য করেছিলেন। তাছাড়া তিনি ক্যাটরিনার (Katrina Kaif) উদ্যেশ্যে বলেছিলেন, ভাগ্যিস ক্যাটরিনাকে তার ভাই লঞ্চ করেনি! নাহলে বাকি নায়িকাদের মত ফ্লপ হয়ে যেত ক্যাটরিনা যারা ভাইয়ের দ্বারা বলিউডে লঞ্চ হয়েছিল।
কেয়ারকে নিজের টুইটে শুধুমাত্র বলিউডের তারকা ও প্রযোজকদেরকেই ট্যাগ করেন নি, সাথে ট্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রামদীজী কেও। আছেন অমিত শাহ ও আরো কিছু নিউস চ্যানেল। তবে টুইটটি করে আখেরে ট্রোল হচ্ছেন কেয়ারকে। নেটিজেনদের মধ্যে একজন মন্তব্য করেছেন কেআরকে কিছু মাস আগেই তো নরেন্দ্রামদী ও সুশান্তকে গালিগালাচ করত! হটাৎ কি এমন হল যে এরকম টুইট করতে হল? এছাড়াও একজন বলেছেন আপনি আর কঙ্গনা একে ওপরের জন্য একেবারে তৈরী।
You and Kangana are made for each other. Nobody is even bothered about both of you. Enjoy 2 minutes fame.
— Benaam (@Benaam01) October 13, 2020