• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমির তো শেষ, এবার বাকি শাহরুখ-সলমন! Pathaan রিলিজের আগেই ‘বুড়ো খান’দের ধ্বংস করার হুমকি KRK’র

দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। গত ১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। তবে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

প্রথম দিন ১২ কোটি টাকার ব্যবসা করার পর, দ্বিতীয় দিন মাত্র ৭.৫০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’। এমনকি ছবি দেখার পর দর্শকদের তরফ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এতদিন ধরে সামাজিক মাধ্যমে চলতে থাকা ‘বয়কট লাল সিং চাড্ডা’ ট্রেন্ড যে ফালতু নয়, তা আমিরের ছবির বক্স অফিস কালেকশন দেখেই বেশ বোঝা যাচ্ছে।

   

Laal Singh Chaddha

এই পরিস্থিতিতে সদ্য অবসর গ্রহণ করা বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK) বেশ কয়েকটি বিস্ফোরক টুইট করেছেন। ‘দেশদ্রোহী’ অভিনেতা দাবি করেছেন, সুপারস্টার আমির খানের কেরিয়ার নাকি শেষ হয়ে গিয়েছে। ‘লাল সিং চাড্ডা’র পর আর আমিরের কেরিয়ারে কোনও সুদিন আসবে না।

KRK

তবে শুধু এটুকুতেই থামেননি কেআরকে। এরপর তিনি এও লিখেছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট’এর কেরিয়ার শেষ হওয়ার পর বলিউডের বাকি দুই ‘খান সুপারস্টার’, তথা শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সলমন খানের (Salman Khan) কেরিয়ারও শেষ হয়ে যাবে।

Shah Rukh Salman and Aamir

কেআরকে টুইটারে লিখেছেন, ‘ভাইজান শাহরুখ খান, আজ আমিরের কেরিয়ার শেষ করে দেওয়া হল। ব্যাস, এবার শুধু আপনার #পাঠান এবং #বুড়োর সিনেমার অপেক্ষা করছি। আপনারা দু’জনও খুব তাড়াতাড়ি ছবি রিলিজ করুন। আর অপেক্ষা করতে পারছি না’।

এরপর ফের একটি টুইট করেন কেআরকে। সেখানে তিনি লেখেন, ‘কারোর যদি ফিল্মি কেরিয়ার নিয়ে ১% সন্দেহও থাকে, তাহলে সে শাহরুখ খান ভাইজানকে নিজের সিনেমায় একটি দৃশ্যে অভিনয় করতে বলতে পারেন। এতে ১০০% নিশ্চিত হয়ে যাবে যে ছবিটি জঘন্য হতে চলেছে’।

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। তবে ইংরেজি ছবিটির মতো বক্স অফিসে ঝড় তুলতে পারেনি অদ্বৈত চন্দনের সিনেমাটি। তবে ছবি মুক্তির তৃতীয় দিনে দিল্লি, এনসিআর, পূর্ব পাঞ্জাব এবং মুম্বইয়ের বেশ কিছু স্থানে আমিরের ছবিটি তাও ভালো ব্যবসা শুরু করেছে। কিন্তু দেশের বাকি স্থানে এখনও দর্শকরা ‘লাল সিং চাড্ডা’র দিক থেকে মুখ ফিরিয়েই রেখেছেন।