• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমির শেষ, এবার শাহরুখ সালমান বাকি! বলিউডের ‘বুড়ো’ খানদের একহাত নিলেন রিটায়ার্ড KRK

বিগত কয়েক মাস ধরেই বলিউড (Bollywood) নিয়ে চর্চার অন্ত নেই। দক্ষিণী ছবির অভাবনীয় সাফল্যের পর থেকেই যেন মুষড়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রি। অক্ষয় কুমারের মত অভিনেতার একেরপর এক ছবি ফ্লপ হচ্ছে। বিগ বাজেট ছবি পৃথ্বিরাজ চৌহান, শামসেরা ফ্লপ হয়েছে। এবার অনেক আশা নিয়ে আমির খান ‘লাল সিং চাড্ডা’ রিলিজ করলেও তাতেও শুরুতেই ফ্লপ হওয়ার লক্ষ স্পষ্ট হয়ে উঠেছে। এই অবস্থায় বলি তারকাদের নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে বসলেন কমল রশিদ খান (KRK)।

বলিউডের সিনেমা দেখে আর কেআরকে নামটা জানে না এমন মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। মূলত স্বঘোষিত ফিল্ম সমালোচক হিসাবেই পরিচিত কেআরকে। কোনো নতুন ছবি রিলিজ হলেই সেটা কেমন হয়েছে, তার কাহিনী ও তারকাদের অভিনয়ের ওপর রিভিউ দিতেন তিনি। বিশেষত খানেদের ছবি হলে তুলোধোনা করতে কোনো কিছুই বাকি রাখেন না। কিন্তু কিছুদিন আগে হটাৎ কেটে রিভিউ দেওয়ার থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন তিনি।

   

KRK announces retiremt will review Lal Singh Chadda last

তবে রিভিউয়ের দুনিয়া থেকে অবসর নেওয়ার আগে জানিয়েছিলেন, আমির খানের (Amir Khan) ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadda) ছবিই নাকি তিনি শেষ রিভিউ করবেন। সকলেই আন্দাজ করেছিলেন শেষ রিভিউতেও হয়তো আমিরের চরম সমালোচনা করবেন তিনি। কিন্তু ছবি মুক্তি পেলেও মুখে কুলুপ এঁটেছিলেন কেআরকে। এবার সোজাই জানিয়ে দিলেন যে আমিরের ছবির কোনো রিভিউ তিনি করবেন না।

কিন্তু হটাৎ এমন সিদ্ধান্ত কেন? তবে কি সত্যিই এবার একেবারে নিখুঁত ছবি বানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন কেআরকে। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘আমি ঠিক করেছি আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র কোনো রিভিউ আমি দেব না। ছবিতে ভালো বলার মত কিছুই নেই, তাই রিভিউ দিলে খারাপ বলবো সেটা তাঁর খারাপই লাগবে। তাছাড়া আমার জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন আমির, তাই কোনো রিভিউই আমি দেব না।’

কেআরকের থেকে এমন একটা টুইট নেটিজেনদের কাছে বেশ অপ্রত্যাশিত ছিল। সব ছবির পোস্ট মর্টেম করে খুঁজে খুঁজে খুঁত বের করে সেটা তুলে ধরেন সবার সামনে। অথচ আমিরের ছবির বেলায় গোটা ছবিটাতেই নাকি ভালো বলার মত কিচ্ছু নেই! কেআরকের টুইটটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলেছেন, এতো অপমান! তো কারোর মতে, আমির খানের ভক্তরাই বারণ করছে ছবিতে দেখার জন্য।

KRK trolled after saying Lal Singh Chadda is end of Amir Khan Bollywood Carrier

অবশ্য এখানেই শেষ নয়, ‘একেবারেই কিছু না বললে কি আর হয়! তাই সোজাভাবে না বললেও পরবর্তী টুইটে রীতিমত একহাত নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তিন খানকেই। টুইটে কেআরকে লেখেন, ‘ভাইজান শাহরুখ আজ আমির খানের কেরিয়ার শেষ হয়ে গেছে। এবার আপনার আর বুড়োর ছবির অপেক্ষা। আপনারা দুজনেও এবার ঝটপট অবসর নিয়ে নিন। আর ধৈর্য ধরছে না।’

প্রসঙ্গত, আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র জন্য যেভাবে প্রচার করা হয়েছিল সেই পরিমাণ দর্শকের সাড়া মেলেনি। রাখির দিনে মুক্তি পেলেও প্রথমদিনের বক্স অফিস কালেকশন মাত্র ১১ কোটির কাছাকাছি। যেটা মোটেই খুব একটা ভালো শুরু নয়, তাই আগামী দিনে ছবি কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার।