• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কীসের সুপারস্টার শাহরুখ? অমিতাভের সিকি ভাগ অভিনয়ও পারে না! সমালোচনা ছাড়ার আগে বিস্ফোরক KRK

Published on:

KRK reveals why he does not like Shah Rukh Khan

বলিউডের ‘বাদশা’ তিনি। তাঁর আসল নামে নয়, এই নামেই অনুরাগীদের মধ্যে তাঁর বিপুল পরিচিতি। এখানে কথা হচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। তাঁর অভিনয়, তাঁর চাহনি, তাঁর ডান্স মুভস, ‘কিং খান’ অনুরাগীদের সব কিছুই প্রচণ্ড পছন্দের। এবার বলিউডের সেই সুপারস্টারকেই প্রকাশ্যে একহাত নিলেন বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)।

বলিপাড়ার এই সমালোচক নিজের কেরিয়ারে একাধিক তারকাকে একহাত নিয়েছেন। কাউকে অভিনয়ের জন্য তুলোধনা করেছেন, আবার কাউকে তাঁর অহংকারের জন্য। এবার সেই ব্যক্তির নিশানাতেই চলে এসেছেন আপাত শান্ত এবং ভদ্র স্বভাবের শাহরুখ। যা দেখে নেটিজেনরা বেশ অবাকই হয়েছেন।

Shah Rukh Khan sad

কেআরকে এবং বিতর্ক যে একে অপরের পরিপূরক তা নেটিজেনরা বেশ ভালোই জানেন। স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত এই সমালোচক যেভাবে নিজের চাঁচাছোলা ভাষায় বলিউড তারকাদের মাঝেমধ্যে আক্রমণ করেন, তা একেবারে পছন্দ নয় সেই তারকা ভক্তদের।

সম্প্রতি যেমন সুপারস্টার শাহরুখ খানকে নিশানা করেছেন কেআরকে। বলিপাড়ার এই বিতর্কিত ব্যক্তিত্ব লিখেছেন, ‘ভাই, আপনি রাজেশ খান্না সাহেবের ১০ শতাংশও হতে পারেননি, আর অমিতাভ বচ্চনের তো ৫ শতাংশও হয়ে উঠতে পারেননি। তাহলে কোন স্টারডমের কথা বলেন আপনি?’

KRK

শাহরুখকে অপমান করে কেআরকে’র করা এই পোস্ট একেবারেই বলি সুপারস্টারের অনুরাগীরা ভালোভাবে নেননি। এই পোস্ট করার পরেই তাঁকে উদ্দেশ্য করে ধেয়ে এসেছে বহু কটু কথাও। কিন্তু কেআরকে যেমন বলেন, তিনি কাউকে ভয় পান না। তাই এসব ট্রোল এবং কুমন্তব্যের দিকেও মনোনিবেশ করতে নারাজ তিনি।

তবে বলিউডের তিন ‘খান সুপারস্টার’এর সঙ্গে তাঁর শত্রুতা কেন রয়েছে? কেন বারংবার তাঁদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি? জবাবে কেআরকে একবার বলেছিলেন, শাহরুখ, সলমন এবং আমিরের যে এত বেশি ‘অহংকার’ তা তাঁর একেবারেই পছন্দ নয়। শুধু তাঁরই নয়, ‘খান সুপারস্টার’দের এই অহংকার পছন্দ নয় স্বয়ং সৃষ্টিকর্তারও। আর ঠিক সেই কারণেই একের পর এক ফ্লপ সিনেমায় ভরে যাচ্ছে তাঁদের ঝুলি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥