• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবরের মতো দেখতে রাবণ! দর্শকদের কটাক্ষের জেরে পাল্টাচ্ছে সইফের লুক, Adipurush নিয়ে বিস্ফোরক KRK

Published on:

KRK,Adipurush,KRK on Adipurush,Saif Ali Khan,Saif Ali Khan in Adipurush,Adipurush look change,Bollywood,entertainment,কেআরকে,সইফ আলি খান,আদিপুরুষ,কেআরকে আদিপুরুষ,বলিউড,বিনোদন

চলতি মাসের শুরুতেই অযোধ্যায় ধুমধাম করে প্রকাশ্যে আনা হয়েছিল প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার। কিন্তু সেই টিজার দেখার পরই চটে গিয়েছিল দর্শকদের একটি বড় অংশ। শুধু তাই নয়, ‘আদিপুরুষ’এর ট্রেলার রিলিজের আগেই উঠেছিল বয়কটের ডাক।

জঘন্য ভিএফএক্স থেকে শুরু করে রাবণের লুক মুঘল সম্রাটদের মত হওয়া, ‘আদিপুরুষ’এর বিরুদ্ধে দর্শকদের ‘রাগ’এর কারণ ছিল ভুরিভুরি। শুধু এটুকুই নয় ‘রামায়ণ’এর ‘মুসলিমীকরণ’এর মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে একাধিক আইনি নোটিসও ধরানো হয়েছিল ছবির নির্মাতাদের।

Saif Ali Khan in Adipurush

তবে এবার শোনা যাচ্ছে, এত চাপের মুখে পড়ে ছবিতে একাধিক পরিবর্তন করছেন পরিচালক ওম রাউত। সম্প্রতি নেটমাধ্যমে একথা ফাঁস করেছেন বলিউডের নামী চলচ্চিত্র সমালোচক কেআরকে। সেই সঙ্গে এও জানিয়েছেন, ছবিতে স্রেফ সইফের (Saif Ali Khan) লুক পরিবর্তন করতে গিয়েই ৫০ কোটি টাকা খরচ হচ্ছে নির্মাতাদের। সেই কারণে বিগ বাজেট এই ছবির বাজেট এক লাফে ৬০০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

Adipurush

কেআরকে (KRK) টুইটারে লিখেছেন, ‘বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিচালক ওম রাউত আদিপুরুষ থেকে ৫০ মিনিট কেটে সিনেমাটিকে ২ ঘণ্টার করে দিয়েছেন। বাকি দৃশ্যগুলিতে সইফের লুকও পরিবর্তন করা হচ্ছে। যে কারণে ৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সব কিছু জলে গেল। ৫০ মিনিট কেটে দেওয়ার পর আর আছে কী! সিনেমার বাজেটও ৬০০ কোটি হয়ে গেল’।

‘আদিপুরুষ’এর ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার দেখার পর হতাশ ব্যক্ত করেছিলেন অনেকে। তবে দর্শকরা ছাড়াও রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’এর সীতা অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া এবং লক্ষ্মণ অর্থাৎ অভিনেতা সুনীল লহরীও নিজেদের হতাশা প্রকাশ করেন। দর্শকদের বেশিরভাগ অংশই ক্ষিপ্ত ছিলেন সইফের ‘মুঘল’ ধরণের লুক দেখে। সেই কারণে এবার ৫০ কোটি টাকা খরচ করে সেই লুকেই আমূল বদল আনতে চলেছেন নির্মাতারা। কেআরকের টুইট থেকে জানা গিয়েছে এমনটাই।

KRK

প্রসঙ্গত, ওম রাউত (Om Raut) পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস এবং কৃতি শ্যানন। শ্রী রাম এবং মাতা সীতার ভূমিকায় দেখা যাবে দু’জনকে। বলিউড সুপারস্টার সইফ আলি খান অভিনয় করেছেন লঙ্কেশ রাবণের চরিত্রে এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥