• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সালমান-শাহরুখের দিন শেষ! ‘The Kashmir Files’ এর প্রশংসায় খানদের কটাক্ষ কেআরকের

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবিটি। রিলিজের পর থেকেই সর্বত্রই চর্চায়  রয়েছে ছবিটি। বলিউডের বিগ বানিজ্যের একাধিক ছবি যেটা করতে পারেনি সেটা করে দেখিয়েছে এই ছবিটি। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটি সেই কারণেই এখন আলোচনার সিরিজে রয়েছে। সম্প্রতি ছবি নিয়ে  নিজের মতামত জানালেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান (Kamal R Khan)।

বলিউডের ছবি নিয়ে সর্বদাই কটাক্ষ করতে থাকেন কেআরকে। কোনো ছবিই তার মতে প্রশংসনীয় নয়। বিশেষত বলিউডের তিন খান সালমান খান (Salman Khan), শাহরুখ খানের (Shahrukh Khan)ও আমিরের ছবি নিয়ে বহুবার সমালোচনা করে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাকে। তবে এবার ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ নিয়ে উল্টো সুর শোনা গেল তাঁর গলায়। সমালোচনা কটাক্ষ দূরে সরিয়ে ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন কেআরকে।

   

The Kashmir Files,Kamal Rashid Khan,The Kashmir Files KRK Review,Vivek Agnihotri,Salman Khan,Shahrukh Khan,Tiger 3,Pathaan,কমল রাশিদ খান,দ্য কাশ্মীর ফাইলস,শাহরুখ খান,সালমান খান,Bollywood News,KRK Trolles Salman Shahrukh Upcomming Films

একটি নয় একাধিক টুইট করে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে বাহবা দিয়েছেন তিনি। প্রথম টুইট লিখেছেন, ‘প্রথম সপ্তাহেই ২৫ কোটি টাকার ব্যবসা হয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবির। এটা হিতম সুপারহিট না সোজা ব্লকবাস্টার। ‘উড়ি ২’ হয়ে গিয়েছে এই ছবিটি। তাই বিবেক অগ্নিহোত্রী ও অনুপম খেরের জন্য রইল অনেক শুভেচ্ছা’।

এরপর দ্বিতীয় টুইটে কেআরকে জানিয়েছেন, ‘আমি ১০০% নিশ্চিত যে বিবেকের পরবর্তী ছবি হবে গোধরা ফাইলস। আর সেটাও আরেকটা ব্লকবাস্টার ছবি হবে। এখানেই শেষ নয়, এরপর আরও একটি টুইট করেছেন তিনি। সেই টুইট বলিউডের খানেদের নিয়ে একপ্রকার ব্যঙ্গ করেছেন কেআরকে।

The Kashmir Files,Kamal Rashid Khan,The Kashmir Files KRK Review,Vivek Agnihotri,Salman Khan,Shahrukh Khan,Tiger 3,Pathaan,কমল রাশিদ খান,দ্য কাশ্মীর ফাইলস,শাহরুখ খান,সালমান খান,Bollywood News,KRK Trolles Salman Shahrukh Upcomming Films

তৃতীয় টুইটে তিনি লিখেছেন, ‘ যদি খানেদের ব্যবসায় থাকতে হ যা তাহলে উরি, কাশ্মীর ফাইলস, গোধরা ফাইলস এর মত ছবি তৈরী করতেহবে। পাঠান, টাইগার এর মত ছবি দিয়ে আর চলবে না’। কেআরকের এই টুইটগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

KRK Vs Salman KRK Deletes all salman khan related videoes

সর্বদাই বলিউডের সমালোচনা করে চলা ও সিনেমা নিয়ে কটাক্ষ করা কেআরকে এই প্রথমবার কোনো ছবির প্রশংসা করলেন। আর সঠিক ছবির প্রশংসা করেছেন, তাই নেটিজেনদের অনেকেই তাকে সমর্থন করেছেন। এমনকি কেউ কেউ জানিয়েছেন, এতদিনে একটা ভালো ছবির যোগ্য প্রশংসা করার জন্য ধন্যবাদ।