• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাদক কান্ডে টক অফ দ্য টাউন আরিয়ান খান, সরব কঙ্গনা, KRK-এর গলায় প্রশংসার সুর

সামাজিক হোক বা রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে যে সেলিব্রেটিদের প্রথমেই আসে তাঁদের মধ্যে একজন হলেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat) তো অপর একজন হলেন স্বঘোষিত চিত্র সমালোচক কে আর কে (Kamal Rashid Khan) । মুম্বাইয়ের ক্রুজ শিপ পার্টিতে মাদক সেবনের অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারির ঘটনা এখন টক অফ দ্য টাউন।

আর কিং খানের এই দুর্দিনে অনেক বলিউড তারকাই তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন হৃতিক রোশন। শাহরুখ পুত্র আরিয়ানের উদ্দেশে লেখা সেই খোলা চিঠিতে হৃতিক লিখেছেন, ‘জীবনের পথ চলা একটু অদ্ভুত। তবে এর অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে আছে বিশেষত্ব। যাঁরা সবচেয়ে কঠিন, ভগবান তাঁদের দিকেই সবথেকে শক্ত চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয়।’ সেইসাথে তিনি লিখেছিলেন ‘নিজেকে শান্ত রাখো। সব ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো… আলোর উপরে ভরসা রাখো। সেই আলো তোমার ভিতরেই আছে। সব সময়ে আছে।’

   

KRK,কে আর কে,Kangana Ranaut কঙ্গনা রানাওয়াত,Hrithik Roshan,হৃতিক রোশন,Aryan Khan,আরিয়ান খান,Shahrukh Khan,শাহরুখ খান,Drag Case,ড্রাগ কেস,Bollywood,বলিউড

 

এরপরেই আরিয়ান কে সমর্থন করার জন্য বলিউড স্টারদের বিরুদ্ধে সুর চড়াতে ময়দানে নামেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াত। আরিয়ানকে সরাসরি মাফিয়া পাপ্পু বলে কটাক্ষ করে তিনি লেখেন ‘কেউ যখন খুব কঠিন পরিস্থিতিতে থাকেন, তাঁকে নিয়ে গসিপ করা যেমন ঠিক নয়, তেমনই কেউ ভুল করলে তাঁকে এটা বোঝানো অপরাধ যে সে কিছুই করেনি।’

KRK,কে আর কে,Kangana Ranaut কঙ্গনা রানাওয়াত,Hrithik Roshan,হৃতিক রোশন,Aryan Khan,আরিয়ান খান,Shahrukh Khan,শাহরুখ খান,Drag Case,ড্রাগ কেস,Bollywood,বলিউড

এরপরেই আরিয়ান খানের গ্রেফতারিকে ইস্যু করে এবার আসরে নেমেছেন বলিউডের স্বঘোষিত চিত্র সমালোচক কমল রশিদ খান ওরফে কে আর কে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বলিউড ইন্ড্রাস্ট্রির অন্দরে থাকা চূড়ান্ত স্বার্থপর দিকটা তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি ‘বলিউডে খুব সহজ সূত্র রয়েছে। যিনি সফল, প্রত্যেক বলিউড তারকা তার বন্ধু। বলিউডের লোকজন তাঁকে চেনে না, যারা ইমরান খান, ফয়জল খান এবং হারমান বাওয়েজার মতো ফ্লপ।’

KRK,কে আর কে,Kangana Ranaut কঙ্গনা রানাওয়াত,Hrithik Roshan,হৃতিক রোশন,Aryan Khan,আরিয়ান খান,Shahrukh Khan,শাহরুখ খান,Drag Case,ড্রাগ কেস,Bollywood,বলিউড

সেইসাথে তাঁর অভিযোগ ‘যদি বলিউড একটি পরিবার হয় তবে সমস্ত বলিউড তারকাদের আরিয়ান খানকে সমর্থন করা উচিত ছিল। কিন্তু হৃতিক ছাড়া কোন বড় তারকা কথা বলছেন না।’ এরপরেই আরিয়ান খানের গ্রেপ্তারের বিষয়ে নিজের মতামত দেওয়ার জন্য কঙ্গনা রানাওয়াতের প্রশংসা করেন তিনি। কঙ্গনার প্রশংসায় তিনি লিখেছেন,’কঙ্গনা রানাওয়াত বলিউডের ৯৮ শতাংশ মানুষের চেয়ে ভালো। বিপক্ষে হলেও তিনি অন্তত কথা তো বলেছেন।’

site