• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী বৌ থাকতেও নোরার প্রেমে T-series’এর মালিক! মাখোমাখো প্রেম কাহিনী নিয়ে বোমা ফাটালেন KRK

Published on:

KRK opens up about Bhushan Kumar and Nora Fatehi’s dating rumours

বলিউডের অন্যতম চর্চিত এবং বিতর্কিত চলচ্চিত্র সমালোচক হলেন কেআরকে (KRK)। ইন্ডাস্ট্রির একাধিক  সিনেমাকে রিভিউর নামে তুলোধনা করার পাশাপাশি বহু সুপারস্টারকেও একহাত নিয়েছেন তিনি। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান হয়ে আমির খান- কেআরকে’র নিশানা থেকে বাদ যাননি কেউই। এবার সেই বিতর্কিত চলচ্চিত্র সমালোচকই টি-সিরিজের মালিক ভূষণ কুমারের (Bhushan Kumar) সঙ্গে নোরা ফাতেহির (Nora Fatehi) পরকীয়া নিয়ে মুখ খুলেছেন।

টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার যে জনপ্রিয় অভিনেত্রী-ডিরেক্টর দিব্যা খোসলা কুমারের স্বামী তা কারোরই অজানা নয়। তাঁদের সুখী সংসারের বিষয়ে অনুরাগীরা জানেন। কিন্তু এবার সেই ব্যক্তির নামই নোরার সঙ্গে জড়ানোয় বেশ অবাক হয়েছেন সকলে।

Nora Fatehi Bhushan Kumar

আসলে কয়েকদিন আগে উমেইর সান্ধু নামের একজন চলচ্চিত্র সমালোচক ভূষণ এবং নোরার পরকীয়া নিয়ে একটি বিস্ফোরক টুইট করেন। সংশ্লিষ্ট ব্যক্তি টুইটারে লেখেন, ‘অফিশিয়ালি শিলমোহর পড়ল। গত  ২ বছর ধরে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে নোরা ফাতেহির পরকীয়া রয়েছে’।

Nora Fatehi Bhushan Kumar

এখানেই থামেননি উমেইর নামের সংশ্লিষ্ট ব্যক্তি। তিনি নিজের টুইটে আরও লিখেছেন, ‘ওনার স্ত্রী’ও এই বিষয়টি খুব ভালো করেই জানেন। কিন্তু ওনার এই বিষয়ে কোনও সমস্যাই নেই। আসলে টাকাই এখন সব’। মুহূর্তের মধ্যে এই বিস্ফোরক টুইট ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

সঙ্গে সঙ্গে আসরে নামেন কেআরকেও। উমেইরের টুইটটিকে রিটুইট করে নিজের বক্তব্য লেখেন তিনি। বি টাউনের এই বিতর্কিত সমালোচক সংশ্লিষ্ট ব্যক্তির দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে লেখেন, ‘ভূষণ কুমারের মতো একজন সম্মানীয় ব্যক্তি সম্বন্ধে আপনার এমন জিনিস লেখা উচিত হয়নি’।

জানিয়ে রাখি, ৪৪ বছর বয়সী ভূষণ ২০০৫ সালে দিব্যার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। ২০১১ সালে তাঁদের ছেলে রুহানের জন্ম হয়। স্ত্রী এবং ছেলেকে সুখের সংসার টি-সিরিজের কর্ণধারের। অপরদিকে নোরাও এখন বলিউডে চুটিয়ে কাজ করছেন। এখন বি টাউনে কাজের পাশাপাশি আবার টেলিভিশনের দু’টি জনপ্রিয় রিয়্যালিটি শো’য়েও বিচারকের আসনে দেখা যাচ্ছে নোরাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥